জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

তরুণদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত মুমিনুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:14 রবিবার, 11 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়েছে বাংলাদেশ। টেস্টে টাইগারদের জয়ে ফেরার ম্যাচে দারুণ নৈপূণ্যে দেখিয়েছে সাদমান ইসলাম-নাজমুল হোসেন শান্তদের মতো তরুণ ক্রিকেটাররা। দলের তরুণদের পারফর্ম করতে দেখে উচ্ছ্বসিত মুমিনুল হক। 

হারারে টেস্টে তরুণদের মাঝে টপ অর্ডারে সেভাবে কেউই আলো ছড়াতে পারেনি। তবে লিটন দাস ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদশকে শুরুর বিপর্যয় থেকে সামাল দিয়েছিলেন। সেই ইনিংসে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। 

দ্বিতীয় ইনিংসে এসে ছিল তরুণদে জয়জয়কার। ওপেনিংয়ে সাইফ হাসান ৪৩ রান করে ফিরলেও সাদমান তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিনে নামা শান্ত খেলেছিলেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। বল হাতে মিরাজের এবারের শিকার ৪ উইকেট।

তরুণদের এভাবে পারফর্ম করতে দেখে খুশি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এ ছাড়া তিনি জানিয়েছেন, জয় পাওয়া সবসময়ই গর্বের। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘যখন আমরা জয় পাই তখন গর্ববোধ হয়। এটা ঘরের মাঠে হোক কিংবা বাইরে হোক। তরুণরা যখন দলের জন্য অবদান রাখে তখন দেখতে খুবই ভালো লাগে।’

প্রথম দিনের প্রথম সেশনে উইকেট থেকে বোলাররা বাড়তি সুবিধা পেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটিং সহায়ক হতে শুরু করে। হারারের এমন উইকেটও দুই ইনিংস মিলে উইকেট নিয়েছেন মিরাজ। যেখানে প্রথম ইনিংসে পাঁচটি আর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চারটি উইকেট। 

মিরাজ ছাড়াও দুই ইনিংস মিলে গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এমন উইকেটে বোালারদেন পারফরম্যান্সে খুশি মুমিনুল। তিনি বলেন, ‘এটি একেবারে ফ্ল্যাট উইকেট ছিল কিন্তু মেহেদি এই উইকেটেও ৯ উইকেট নিয়েছে। এটা দলগত একটা পারফরম্যান্স ছিল। সাকিবও কিছু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে।’