পাকিস্তানের হোয়াইটওয়াশ দেখছেন রমিজ রাজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:11 রবিবার, 11 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটের ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে ৫২ রানের ব্যবধানে হেরেছে বাবর আজমের দল।

এই হারের পর পাকিস্তান দলের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এই হারকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন তিনি। পাকিস্তানকে সমালোচনা করতে গিয়ে ইংল্যান্ডকে কাউন্টি দল বলেছেন তিনি। 

রামিজ রাজা বলেছেন, ‘যদি পাকিস্তানের এই হারকে ভূমিকম্পের তীব্রতা মাপার যে যন্ত্র, সেই রিখটার স্কেলে মাপা যায়, তবে দেখা যাবে সেই পরিমাপ ১৫-তে গিয়ে দাঁড়িয়েছে। এটা সত্যি খুবই জঘন্য হার। আমি জানি না এটাকে কী ভাবে ডিফেন্ড করা সম্ভব। আমরা একটি কাউন্টি দলকে বড় করছি, যারা পাকিস্তানকে হারাচ্ছে। যা পরিস্থিতি তাতে পাকিস্তানের হোয়াইটওয়াস আশঙ্কা থেকেই যাচ্ছে।’

এই হারের পেছনে কোচদের দায় রেখছেন রমিজ। এমনকি অযোগ্য ক্রিকেটারদের নিয়ে দল সাজানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এবার যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সতর্ক না হয় তবে কবে হবে তা জানেন না পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

তিনি যোগ করেছেন, ‘এর পরেও যদি আমরা সতর্ক না হই তবে জানি না কবে হবো। কোচেদের পারফরম্যান্সের বিচারে আর কত সময় তাঁদের দেওয়া হবে? কিছু ওভারেটেড প্লেয়ারকে দলে রাখা হয়েছে। কবে সব কিছুর পরিবর্তন করা হবে?’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর দুদিন আগেই করোনায় আক্রান্ত হন ইংল্যান্ডের তিন ক্রিকেটার। এর ফলে পুরো দলকেই পাঠানো হয় কোয়ারেন্টাইনে। এর ফলে কাউন্টি দলগুলোকে জরুরি চিঠি দিয়ে নতুন দল ঘোষণা করে ইংল্যান্ড। এর মধ্যে প্রথম ওয়ানডেতেই অভিষেক হয়েছে ইংল্যান্ডের ৫ ক্রিকেটারের।