ভারতীয় ক্রিকেট

ক্রিকেটকে বিদায় বলে দিলেন পঙ্কজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:30 রবিবার, 11 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার পঙ্কজ সিং। জাতীয় দলের হয়ে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিল তার। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃতবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়ে এই ডানহাতি পেসারের।

সেই সিরিজেই ম্যানচেস্টারে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটিও খেলে ফেলেন পঙ্কজ। ওয়ানডেতে ক্যারিয়ারের একমাত্র ম্যাচটি তিনি খেলেছেন হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে। দুই টেস্টে পঙ্কজের দখলে ছিল ২ উইকেট। আর একমাত্র ওয়ানডেতে কোনো উইকেটেরই দেখা পাননি তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় টেস্টে তিনি জো রুট এবং জস বাটলারকে আউট করেছিলেন। এরপর আর ভারতের জার্সি গায়ে খেলার সুযোগ হয়নি পঙ্কজের। অবশ্য এরপর তিনি লম্বা সময় ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন।

এই ডানহাতি পেসার ১১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। দখল করেছেন ৪৭২ উইকেট। এর মধ্যে ২৮ বার ইনিংসে পাঁচ উইকেটও শিকার করেন। লিস্ট-এ ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ১১৮টি। রঞ্জি ট্রফিতে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ১৭ বার ৫ উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে তার।

অবসরের ঘোষণা দিয়ে পঙ্কজ বলেছেন, 'এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। তবে সব খেলোয়াড়কেই একদিন না একদিন থামতে হয়। মিশ্র আবেগ এবং বেদনার্ত হৃদয় নিয়ে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম।আজকের দিনটা জীবনের কঠিনতম। তবে এটাই আবার কৃতজ্ঞতা এবং সম্মান জানানোর দিন।'

তিনি আরও বলেন, 'রাজস্থান, পুদুচ্চেরি, বিসিসিআই এবং আইপিএলে খেলা আমার ক্রিকেট কেরিয়ারে বড়সড় সম্মান। রাজস্থান ক্রিকেট সংস্থার হয়ে দীর্ঘ ১৫ বছর ক্রিকেট খেলেছি। নতুন নতুন মাইলস্টোন গড়েছি আমরা। অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। রাজস্থানের হয়ে ক্রিকেট খেলাটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ওরাই আমার অগ্রাধিকার থাকবে ভবিষ্যতেও।'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) তাকে খেলতে দেখা গেছে। তিনি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭টি ম্যাচ খেলে বল হাতে দখল করেছেন ১১ উইকেট।