ক্রিকেট অস্ট্রেলিয়া

ফিনিশার খুঁজতে গিয়ে অস্ট্রেলিয়াই 'ফিনিশ'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:31 রবিবার, 11 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে ফিনিশারের অভাবে ভুগছে অস্ট্রেলিয়া। যা নিয়ে কিছুদিন আগে দুর্ভাবনার কথা জানিয়েছিলেন রিকিং পন্টিং-অ্যাডাম গিলক্রিস্ট।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক পন্টিং দাবি করেছিলেন, একজন ফিনিশার না থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভোগান্তির কারণ হবে। এদিকে ইয়ান বিশপ জানিয়েছেন, ফিনিশার খুঁজে পেতে গিয়ে অস্ট্রেলিয়াই শেষ হয়ে যাবে।

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ফিনিশার বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা কিনা দ্রুতগতিতে রান তোলে যে কোন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। যেখানে ওয়েস্ট ইন্ডিজে কাইরন পোলার্ড ও ভারতে হার্দিক পান্ডিয়ার মতো ফিনিশার রয়েছে সেখানে শূন্য খাতা অস্ট্রেলিয়ার। 

বেশ কয়েকবার কয়েকজনকে দিয়ে চেষ্টা করা হলেও তাতে কাজে আসেনি। অ্যালেক্স ক্যারি তো সময়ের পালা বদলে হারিয়েই গিয়েছেন। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ফিনিশারের দায়িত্ব ড্যানিয়েল ক্রিস্টিয়ানের কাঁধে পড়েছে। কিন্তু দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ তিনি। 

তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিনিশারের অভাব বাড়তি চিন্তার কারণ হচ্ছে অজিদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকারের দাবি, ফিনিশার পাওয়ার বদলে অস্ট্রেলিয়াই শেষ হয়ে যাচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ধারাভাষ্য দেয়ার সময় এ প্রসঙ্গে বিশপ বলেন, ‘ফিনিশার খুঁজে পেতে গিয়ে অস্ট্রেলিয়াই শেষ হয়ে যাচ্ছে।’