পাকিস্তান-ইংল্যান্ড

দ্বিতীয় সারির ইংল্যান্ডের কাছে সিরিজ হারল পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:33 রবিবার, 11 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ফিল সল্ট এবং জেমস ভিন্সের হাফ সেঞ্চুরির পর লুইস গ্রেগরির ক্যামিও ইনিংস। বৃষ্টি আঈনে ৪৭ ওভারের ম্যাচ, হাসান আলীর তোপে ৪৫.২ ওভারেই অল আউট স্বাগতিকরা। স্কোরবোর্ডে লক্ষ্য ২৪৮ হলেও পাকিস্তানের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার ভীড়ে সেটা হলো পাহাড়সম। তারপরও সউদ সাকিলের হাফ সেঞ্চুরি ও হাসান আলীর ৩১ রান বাবর আজমের দলের সিরিজ হার এড়াতে পারেনি। ৫২ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বেন স্টোকসের দল।

টসে জিতে দ্বিতীয় সারির ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাবর। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ডেভিড মালান এবং জ্যাক ক্রলিকে হারিয়ে বসে ইংল্যান্ড। দুজনই ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপর জুটি গড়েন সল্ট এবং ভিন্স।

তাদের পাল্টা আক্রমণে ধাক্কা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। পাওয়ার প্লেতে তারা তোলে ৭২ রান। উল্টো ১৪ ওভারের মাথায় ইংলিশরা পৌঁছে যায় ১০০ এ। দুর্দান্ত সব শট খেলে ১০ চারে ৪১ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ওপেনার সল্ট। ভিন্স রান বাড়ান আরও দ্রুত। তার ফিফটি আসে ৩৬ বলে।

হাফ সেঞ্চুরি পেলেও দুইজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ৮ চারে ৫২ বলে ৫৬ করা ভিন্সকে বোল্ড করে ৯৭ রানের জুটি ভাঙেন শাদাব খান। সল্টের (৫৪ বলে ৬০) স্টাম্প ভেঙে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেটের স্বাদ পান সউদ সাকিল।

শততম ওয়ানডে খেলতে নামা স্টোকস বেশিক্ষণ টিকতে পারেননি, তাকে বোল্ড করে দেন হাসান। পরের ওভারে এসে জোড়া শিকার ধরেন এই পেসার। কিপার-ব্যাটসম্যান জন সিম্পসনের স্টাম্প ভাঙার পর কট-বিহাইন্ড করেন ক্রেইগ ওভারটনকে। ১১৮ রানে তৃতীয় তৃতীয় উইকেট হারানো ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৬০/৬।

সেখান থেকে দলকে টেনে নেন লুইস গ্রেগরি ও ব্রাইডন কার্স। অষ্টম উইকেটে দুইজনে গড়েন ৬৯ রানের জুটি। তাদের প্রতিরোধ ভাঙে হারিস রউফের বলে। বাউন্সার পুল করতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন ৪০ রান করা গ্রেগরি। পরের ওভারে এসে ৩১ রান করা কার্সকে বোল্ড করে দেন রউফ। সাকিবকে মাহমুদকে ফিরিয়ে ক্যারিয়ারের চতুর্থবার পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। লর্ডসের অনার্স বোর্ডে লেখান নিজের নাম। 

২৪৮ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান এই ম্যাচেও শুরুতে জোড়া ধাক্কা খায়। দ্বিতীয় বলেই ইমাম উল হককে ফিরিয়ে দেন গ্রেগরি। এরপর বাবর আজমকে টিকতে দেননি সাকিব। লেংথে পড়ে ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন পাকিস্তান অধিনায়ক। পরে এই পেসার দ্রুত ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকেও।

৪৫ বলে ১০ রান করা ওপেনার ফখর জামানকে বোল্ড করেন ওভারটন। এই পেসারকে ওভারে দুই ছক্কায় উড়িয়ে ইতিবাচক শুরু করেন সোহেব মাকসুদ। ওভারটনের বলেই পরে ফেরেন কট-বিহাইন্ড হয়ে। ৮৬ রানে পাঁচ উইকেট হারানো দলটির এক প্রান্ত আগলে রেখে শুধু হারের ব্যবধানই কমিয়েছেন সাকিল।

নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন সাকিল, ৭০ বলে ৪ চারে ৫৬ রান করেন তিনি। মাঝে হাসান স্কোরবোর্ডে যোগ করেন ৩১ রান। শেষ পর্যন্ত ৪১ ওভারে ১৯১ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: (৪৭) ৪৫.২ ওভারে ২৪৭ (সল্ট ৬০, মালান ০, ক্রলি ০, ভিন্স ৫৬, স্টোকস ২২, সিম্পসন ১৭, গ্রেগরি ৪০, ওভারটন ০, কার্স ৩১, সাকিব ৮, পারকিনসন ৭*; আফ্রিদি ৮-০-৩৭-১, হাসান ৯.২-০-৫১-৫, ফাহিম ৬-০-৪৫-০, রউফ ৯-০-৫৪-২, শাদাব ১০-১-৪৬-১, সাকিল ৩-০-১৪-১)।

পাকিস্তান: ৪১ ওভারে ১৯৫ (ইমাম ১, ফখর ১০, বাবর ১৯, রিজওয়ান ৫, সাকিল ৫৬, মাকসুদ ১৯, শাদাব ২১, ফাহিম ১, হাসান ৩১, আফ্রিদি ১৮*, রউফ ১; সাকিব ৮-০-২১-২, গ্রেগরি ৮-০-৪৪-৩, ওভারটন ৯-২-৩৯-২, কার্স ৮-০-৪৪-১, পারকিনসন ৮-০-৪২-২)।