জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

শেষ দিনে দ্রুতই ম্যাচ জিতবে বাংলাদেশ, বিশ্বাস সাদমানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:28 শনিবার, 10 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটসম্যানদের নৈপূণ্যে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করলেও শেষ বিকেলে তিন উইকেট হারিয়ে খানিকটা পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। হারারে টেস্ট জিততে শেষ দিনে রেকর্ড ৩৩৭ রান করতে হবে জিম্বাবুয়েকে। যা একেবারে সহজ হবে না ব্রেন্ডন টেলরের দলের। 

এদিকে শেষ দিনে জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। পঞ্চম দিন জিম্বাবুয়ের সাত ব্যাটসম্যানকে সাজঘরে পাঠাতে পারলেই জয় নিশ্চিত হবে সফরকারীদের। বাংলাদেশের বোলাররা সেটা খুব দ্রুতই করতে পারবে বলে বিশ্বাস করেন সাদমান ইসলাম। 

এক ভিডিও বার্তায় সাদমান বলেন, ‘আশা করি আমরা যে সংগ্রহ দাঁড় করেছি ইনশাআল্লাহ খুব ভালো অবস্থায় আছি। আগামীকাল এরকম আঁটসাঁট বোলিং করলে দ্রুত ম্যাচ জিতবো ইনশাআল্লাহ।’

চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হাফ সেঞ্চুরি ‍তুুলে নিলেও ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হয়নি সাদমানের। এপ্রিল-মে’তে শ্রীলঙ্কা সফরের দলে থাকলেও একাদশে সুযোগ পাওয়া হয়নি তাঁর। তবে তামিম ইকবালের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে কপাল খুলে বাঁহাতি এই ওপেনারের।

নিজের ফেরার টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। একাদশে জায়গা পোক্ত করার সুযোগ পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাদমান। যা তাঁর বাবা-মাকে উৎসর্গ করেছেন।

সাদমান বলেন, ‘কাল এক ঘণ্টা ব্যাট করে অপরাজিত ছিলাম। তবে আজ সকালে পরিকল্পনা করি বল বাই বল ব্যাটিং করার। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আজকে সেঞ্চুরির দেখা পেলাম। ভালো লাগছে, দলেরও উপকার হয়েছে, বড় সংগ্রহ এনে দিতে পেরেছি। এই শতকের জন্য আমার সতীর্থ ও কোচদের অনেক সমর্থন ছিল। এই শতক আমার আব্বু-আম্মুকে উৎসর্গ করছি।’