ভারত-ইংল্যান্ড সিরিজ

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে পোপকে নিয়ে শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:24 শনিবার, 10 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পেশির চোটে ভুগছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান অলি পোপ। এর ফলে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গত ২ জুলাই কেন্টের বিপক্ষে ম্যাচে ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে এই পেশির চোটে পড়েন সারের এই উইকেটরখক ব্যাটসম্যান। তার চোটের বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পোপ ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁ পায়ের পেশির চোটের কারণে। ইসিবি এবং সারের ফিটনেস দল তার সঙ্গে কাজ করবে পুনর্বাসনের জন্য। প্রথম টেস্ট থেকেই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা।'

পোপ ইংল্যান্ডের হয়ে ১৯ টেস্টে ৮৮২ রান করেছেন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৩৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে খেলেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যদিও গত আট টেস্টেই ৩৫ রানের উপরে কোনো ইনিংস নেই তার।

আগামী ৪ আগস্ট ট্রেন্ট ব্রিজে শুরু হবে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট। ইংল্যান্ড এখন ব্যস্ত সময় কাটাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে। যদিও মূল দলের বেশিরভাগ সদস্যই আছেন কোয়ারেন্টাইনে।

পাকিস্তান সিরিজের আগে ইংল্যান্ড দলের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর ফলে পুরো দলকেই পাঠানো হয় কোয়ারেন্টাইনে। আর পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ঘোষণা করা হয় দ্বিতীয় সারির আরেকটি দল।