ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ

রাসেলের ঝড়ের পর বোলারদের দাপটে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:39 শনিবার, 10 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানের ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে খেলতে নেমে ওবেড ম্যাকয় ও হেডেন ওয়ালশের বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় ১২৭ রানে। এর ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্যারিবীয়রা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তারা দলীয় ৮ রানেই এভিন লুইসের উইকেট হারায়। তিনি ফেরেন কোনো রান না করেই।

এরপর ক্রিস গেইলও ৪ রানের বেশি করতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ওপেনার ল্যান্ডল সিমন্স খেলেন ২৮ বলে ২৭ রানের ইনিংস। আর ২০ রান আসে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে।

মূলত শেষ দিকে আন্দ্রে রাসেলের ঝড়ো ২৮ বলে ৫১ রানের ইনিংসে বড় পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড একাই নেন ৩ উইকেট। দুটি উইকেট পেয়েছেন মিচেল মার্শ।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। হাফ সেঞ্চুরি পেয়েছেন কেবল ওপেনার ম্যাথু ওয়েড। তিনি করেন  ১৪ বলে ৩৩। 

জয়ের পথেই ছিল তারা মাত্র ১০ ওভারেই অস্ট্রেলিয়া তুলে ফেলেছিল ১০৫ রান। এরপরই নাটকীয় ধসে সব এলোমেলো হয়ে যায় অজিদের।

মিচেল মার্শের ৩১ বলে ৫১, ময়েসেস হ্যানরিকসের ৮ বলে ১৬ ও ড্যান ক্রিস্টিয়ানের ১২ বলে ১০ ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ১৬ ওভারেই অল আউট হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৫/৬ (২০ ওভার) (সিমন্স ২৭, হ্যাটমায়ার ২০, পুরান ১৭, রাসেল ৫১; হ্যাজেলউড ৩/১২, মার্শ ২/২৬)।

অস্ট্রেলিয়া: ১২৭ (১৬ ওভার) (ওয়েড ৩৩, মার্শ ৫১, হ্যানরিকেস ১৬, ক্রিস্টিয়ান ১০; ম্যাকয় ৪/২৬, ওয়ালশ ৩/২৩)