ভারত-শ্রীলঙ্কা সিরিজ

করোনায় আক্রান্ত লঙ্কান কোচ-অ্যানালিস্ট, পিছিয়ে যাচ্ছে ভারত সিরিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:53 শুক্রবার, 09 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা দলের ডাটা অ্যানালিস্ট জিটি নিরোশান। এর ফলে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি সঠিক সময়ে শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

একদিন আগেই শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হয়েছেন। তার শরীরে ডেলটা ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। এর ফলে দুজনকেই কেয়ার ইউনিটে পাঠানো হয়েছে।

এই দুজনের সংস্পর্শে আসায় পুরো শ্রীলঙ্কা দলকে দুইদিনের বাড়তি কোয়ারেন্টাইন পালন করতে হবে। যদিও শুক্রবার থেকে তাদের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের কথা ছিল। পিসিআর টেস্টের জন্য যথা সময়ে তারা সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারছে না।

ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে সিরিজের সূচি চারদিন পিছিয়ে যেতে পারে। ১৩ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও সিরিজটি শুরু হবে ১৭ জুলাই। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২১ জুলাই।

আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৪ জুলাই। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি শুরু হবে যথাক্রমে ২৫ ও ২৭ জুলাই। নতুন এই সূচি ইতোমধ্যে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমতি মিললেই নতুন সূচি প্রকাশ করা হবে।

শ্রীলঙ্কা ইতোমধ্যে দুটি গ্রুপে ক্রিকেটারদের বিচ্ছিন্ন করেছে। এর মধ্যে একটি গ্রুপের ক্রিকেটাররা অনুশীলন করছেন কলম্বোতে। আর অন্য গ্রুপের ক্রিকেটাররা রয়েছেন ডাম্বুলাতে। তাদের শ্রীলঙ্কা প্রধান স্কোয়াডের বিকল্প হিসেবে রাখা হয়েছে।