ভারতের ক্রিকেট

দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্তত একটিতে খেলতে চান কার্তিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:35 শুক্রবার, 09 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে এখনো বিদায় বলেননি দিনেশ কার্তিক। তবে ইতোমধ্যেই ধারাভাষ্য কক্ষে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য কক্ষে তার উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছিল।

অনেকেই ভেবেছিলেন হয়ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কার্তিক। সকলের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে ভারতের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের যে কোন একটিতে খেলতে চান তিনি।

কার্তিক সর্বশেষ ভারতের জার্সি গায়ে খেলেছিলেন ২০১৯ বিশ্বকাপে। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোন দলেই আর তাকে রাখেননি ভারতের নির্বাচকরা। তবে এখনো কলকাতা নাইট রাউডার্সের হয়ে আইপিএল খেলে যাচ্ছেন। তাই টি-টোয়েন্টি খেলার ব্যাপারে আশাবাদী কার্তিক।

তিনি বলেন, 'আমি যতক্ষণ ফিট থাকি ততক্ষণ খেলতে চাই। আমি পরের দুটি বিশ্বকাপের কমপক্ষে একটিতে ভারতের প্রতিনিধিত্ব করতে চাই। যেদুটি অনুষ্ঠিত হবে একটি দুবাই এবং পরেরটি অস্ট্রেলিয়ায়। ২০১৯ বিশ্বকাপে পারফর্ম করতে না পারার আগ পর্যন্ত ভারত টি-টোয়েন্টি দলে আমি নিয়মিত ছিলাম। আমি এখনও কলকাতার হয়ে আইপিএল খেলি।'

ভারত দলে এখন এক ঝঁক তরুণ ও সামর্থ্যবান ক্রিকেটারে ভরা। সেক্ষেত্রে কার্তিকের জায়গা কোথায়, এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের মতে ভারত দলে এখনো একজন মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। যে অভাবটা তাকে দিয়ে মেটাতে পারে টিম ম্যানেজমেন্ট।

ভারতের জন্য একজন অর্ডার ব্যাটসম্যানের দরকার আছে। তাদের মধ্যে অনেক শীর্ষস্থানীয় ব্যাটসম্যান যারা মিডল অর্ডারে ব্যাট করেছেন। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাকে বাদ দিলি মিডল অর্ডার ব্যাটসম্যান কেউ নেই। তারা নম্বরে ওপেনিং থেকে শুরু করে সব জায়গায় তাদের ফ্র্যাঞ্চাইজিদের হয়ে ব্যাট করে। ঋষভ পান্ত শুধু ৪ নম্বরে ব্যাট করে।