ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

রাতারাতি উন্নতি সম্ভব নয়: পোলার্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:20 শুক্রবার, 09 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড জানিয়েছিলেন, তার ঘুরে দাঁড়াতে তৈরি। তবে সেই সিরিজে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টি-টোয়েন্টিতেও হেরে তারা ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।

এরপর চতুর্থ টি-টোয়েন্টি জিতে সমতা ফেরালেও শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে তাদের। প্রোটিয়াদের বিপক্ষে হারের পেছনে সবচেয়ে বড় কারণ ডট বল। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন পোলার্ড। তিনি জানিয়েছেন, এই সিরিজে এর থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন তারা।

এ প্রসঙ্গে পোলার্ড বলেছেন, 'হ্যা, আমাদের ডট বলের শতকরা অনেক বেশি ছিল এই সিরিজে (দক্ষিণ আফ্রিকা) এবং এটা মেনে নিতেই হবে। এটা নিয়ে আগেও কথা বলেছি এবং আবারও বলছি আমরা চেষ্টা করবো এর থেকে বেরিয়ে আসার। আমাদের অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে এবং কোচরা রয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা করবো দল হিসেবে কোথায় আমাদের উন্নতির প্রয়োজন।'

বেশ অনেকদিন ধরেই টানা খেলার মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। পর্যাপ্ত বিশ্রামেরও সুযোগ পাচ্ছেন না। এর মধ্যে নিজেদের ভুলত্রুটি নিয়ে খুব বেশি কাজেরও সুযোগ হচ্ছে না বলে জানিয়েছেন পোলার্ড। তবে যতটুকুই সময় পাওয়া যাবে নিজেদের উন্নতির জায়গা নিয়ে কাজ করবেন তারা। পোলার্ড মনে করেন রাতারাতি উন্নতি সম্ভব নয়। তবুও নিজেদের ভুল ত্রুটি নিয়ে কাজ করে যেতে হবে।

পোলার্ডের ভাষ্য, 'যখন আপনি সিরিজ খেলবেন এবং পরপর দুটি খেলা থাকবে। একদিন আপনাকে বিশ্রাম নিতে হবে। এরপর একটি ম্যাচ খেলতে হবে এবং এটাকে শরীরের সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা নির্ভর করছে আপনি কতক্ষণ কাজ করতে পারবেন জিনিসটাকে সঠিক পথে আনতে। এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা এই জিনিসগুলোর চিত্র দেখাতে পারি ছেলেদের। এরপর এটা নিয়ে যতটা সম্ভব কাজ করার সুযোগ খুঁজবো আমরা। আমরা রাতারাতি উন্নতি করতে পারবো না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার ৮ দিনের মধ্যে আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এতো ব্যস্ততার মধ্যেও নিজের পারফরম্যান্সে উন্নতির জন্য চেষ্টা চালাচ্ছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। এমনটাই মনে করেন পোলার্ড।

তিনি বলেন, 'এসব বিষয় নিয়ে আমাদের অনেক আলোচনা হচ্ছে কিন্তু তবুও আমাদের অনুশীলনটা গুরুতবপূর্ণ। কিছু জিনিস করতে লম্বা সময়ের প্রয়োজন। কিন্তু এটাই জীবনের প্রকৃতি। এটা স্কুলে যাওয়ার মতো। কিছু লোকের বাড়তি পড়াশোনা প্রয়োজন এটাকে ঠিক রাখতে। এটা আমাদের চিন্তার কারণ। কিন্তু আপনি যদি অন্য দলগুলোর দিকে তাকান আমরা তাদের চেয়ে বেশি বাউন্ডারি মেরেছি অন্য সময়ে। এটাই আমাদের সামর্থ্য এবং এটার ভিন্ন দিক আছে।'