ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

পাকিস্তানের ওপর শ্রীলঙ্কা ভর করেছে!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:40 শুক্রবার, 09 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের অনঅভিজ্ঞ দলের বিপক্ষে কার্ডিফে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান। এই হারের কারণে বারবর আজমের দলের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশটির সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান কামরান আকমল। পাকিস্তান এতই বাজে খেলেছে যে তার নাকি মনে হয়েছে, পাকিস্তান নয় শ্রীলঙ্কা দল ইংল্যান্ডের বিপক্ষে খেলছে।

প্রথম ওয়ানডেতে ৫জন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে মাঠে নেমেছিল ইংল্যান্ড। অধিনায়কত্বের দায়িত্ব ছিল বেন স্টোকসের কাঁধে। এই দল নিয়েও আগে ব্যাট করা পাকিস্তানকে ১৪১ রানেই অলআউট করে দেয়। এর আগে শ্রীলঙ্কা ইংল্যান্ডে এসে এরকম বাজে পারফরম্যান্স করেছিল এবং টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই সিরিজেই ধবলধোলাই হয়েছিল।

কামরান তাই বললেন, 'পাকিস্তান যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে যেন শ্রীলঙ্কা ইংল্যান্ড ছেড়ে যায়নি। বরং মনে হয়েছে ইংল্যান্ডই বরং শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে। ইংল্যান্ড যা করেছে এরক খিছু করা উচিত ছিল পাকিস্তানের। মাত্র ১৪১ রানেই প্রতিপক্ষ দলকে অলআউট করা সত্যিই বেন স্টোকসের অদিনায়ককত্ব অসাধারণ ছিল।'

তিনি আরো বলেন, 'তাদের বেশ কয়েজন নতুন ক্রিকেটার নিয়ে খেলেছে কিন্তু ঠিকই ফর্মে থাকা পাকিস্তান দলকে ১৪১ রানেই অলআউট করে দিয়েছে। যদি আমরা ২৫০ এর অধিক রান করতাম তাহলে হয়ত আমরা ওদের ওপর ব্যাটিং লাইনে আপকে চাপে ফেলতে পারতাম। তাদের থেকে অবশ্যই আমাদের বোলিং আক্রমণ ভালো।'

পাকিস্তান দলের পারফরম্যান্স কিভাবে ব্যাখ্যা করবেন আকমল তার ভাষা জানা নেই। সদ্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে আসা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী দলটির এ ধরণের পারফরম্যান্স মানতে পারছেন না তিনি। এ কারণে তিনি পাকিস্তানের ক্রিকেট কাঠামো ও খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়াকে দায়ী করেছেন।

কামরান বলেন, 'আমি বুঝতে পারছি না কিভাবে আমাদের পারফরম্যান্সকে ব্যাখা করব। এটা তো আরো দিন দিন ভালো হবার কথা। কারণ পাকিস্তান মাত্র পিএসএল খেলেছে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। খেলায় জয় পরাজয় অবিচ্ছেদ্য অংশ কিন্তু ভালো খেলতে হবে তো। না আমাদের ক্রিকেট কাঠাবো না আমাদের নির্বাচন কার্যক্রম কোনটাই সঠিক পথে নেই।'