লঙ্কা প্রিমিয়ার লিগ

বিদেশি খেলোয়াড় সঙ্কটে স্থগিত এলপিএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:29 শুক্রবার, 09 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জুলাইয়ের শেষে মাঠে পর্দা ওঠার কথা ছিল লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরের। কিন্তু প্রথম আসরের মতো এবারও শুরুর আগেই স্থগিত হয়ে গেল টুর্নামেন্টটি। মূলত পর্যাপ্ত বিদেশি খেলোয়াড়দের না পাওয়ায় ও ফ্র্যাঞ্চাইজির সাথে সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য এলপিএল স্থগিত করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

করোনাকালের বিরতি কাটিয়ে সব দেশই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। এরপর থেকে সব ক্রিকেটখেলুড়ে দেশই ব্যস্ত সূচীর মধ্য দিয়ে যাচ্ছে। আগামী আগামী কয়েক মাসও যা বহাল থাকবে। আবার বিশ্বকাপও আছে বছরের শেষে।

এসবের মাঝেও এলপিএলের জন্য সময় বের করে নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু নির্ধারিত সময়ে টুর্নামেন্টটি শুরু হলে যেকোনো দেশেরই জাতীয় দলে খেলা ক্রিকেটারদের পাওয়া যাবে না। তাই শেষ পর্যন্ত টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে স্থগিত করতে বাধ্য হয় এসএলসি।

এই ব্যাপারে এসএলসি জানিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে টুর্নামেন্টটি স্থগিত করতে হচ্ছে। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান কিংবা ইংল্যান্ড কোনো দলের খেলোয়াড়রাই এই সময়ে খেলতে পারবেন না। এখন টুর্নামেন্ট শুরুর নতুন সময়ও অনির্দিষ্ট হয়ে পড়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট আগামী কয়েক সপ্তাহে আলোচনা করবে কখন কী করা যায়।’

এলপিএল স্থগিত হওয়ায় আবার কবে মাঠে গড়াবে তা বলা যাচ্ছে না। কারণ আগামী কয়েকমাসে আছে ঠাসা আন্তর্জাতিক সূচি। তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অবশিষ্টাংশ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেরও দিনক্ষণ আগে থেকেই চূড়ান্ত আছে।

তাই ফাঁকা সময় পেতে শ্রীলঙ্কাকে দীর্ঘ অপেক্ষা করতে হবে। তবে শুধু বিদেশি খেলোয়াড় সঙ্কটই এলপিএল স্থগিত হওয়ার কারণ নয়। ফ্র্যাঞ্চাইজি নিয়েও ঝামেলায় আছে টুর্নামেন্টটি। আর্থিক কারণে বাতিল করা হয়েছে জাফনা স্ট্যালিয়ন্স, কলোম্বো কিংস ও ডাম্বুলা ভাইকিংসের চুক্তি। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাদ পড়া জাফনা স্ট্যালিয়ন্স।

প্রসঙ্গত, দ্বিতীয় আসরের প্লেয়ার ড্রাফটে ছিল সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম। এরা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস ও সৌম্য সরকার।