পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ

পাকিস্তান এতো খারাপ দল নয়, বিশ্বাস আফ্রিদির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:21 শুক্রবার, 09 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ উইকেটের ব্যবধানে জিতেছে ইংল্যান্ডে। ইংলিশদের কাছে পাকিস্তানের এমন বড় পরাজয় নতুন কিছু নয়। তবে দ্বিতীয় সারির দলের বিপক্ষে এমন হারে অবাক পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

সিরিজ শুরুর মাত্র দুদিন আগেই খবর আসে ইংল্যান্ডের ৩ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে বিপাকে পড়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা স্বল্প সময়ের মধ্যেই কাউন্টি দলগুলোর কাছে জরুরি বার্তা পাঠিয়ে আরেকটি দল বানায়। কারণ মূল দলের সবাইকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে।

সেই দলের কাছেই ভরাডুবি হয়েছে পাকিস্তানের। আফ্রিদি মনে করেন পাকিস্তান এতো খারাপ দল নয়। লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের। অবশ্য দারুণ পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডকেও প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

আফ্রিদি বলেন, 'যত দ্রুত সম্ভব, এই ম্যাচকে ভুলে যেতে হবে আমাদের। আমি নিশ্চিত, পাকিস্তান এতো খারাপ দল নয়। শনিবার লর্ডসে শক্তভাবে ঘুরে দাঁড়াও ছেলেরা! দারুণ খেলেছো ইংল্যান্ড। নতুন চেহারার দলের এটি ছিল দুর্দান্ত পারফরম্যান্স।'

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে ৫ ক্রিকেটারের। এই সিরিজ থেকেই বিরতিতে থাকার কথা ছিল বেন স্টোকসের। তাকেই কিনা করতে হয়েছে অধিনায়কত্ব। অধিনায়ক স্টোকস বাদে পুরো ইংল্যান্ড দলের সম্মিলিত ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিল কেবল ২৬ ম্যাচের। 

এমন দল নিয়েই অভিজ্ঞ পাকিস্তান দলকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে ইংল্যান্ড। আগে ব্যাট করা পাকিস্তানকে মাত্র ১৪১ রানে গুটিয়ে দেয়ার পর ১৬৯ বল হাতে রেখেই প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে ইংলিশরা।