ক্রিকেট অস্ট্রেলিয়া

৭-৪ মডেলে বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:12 শুক্রবার, 09 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

একাদশে ৬ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের সঙ্গে ৫ জন বিশেষজ্ঞ বোলার। বলা হয়েছে থাকে ক্রিকেটের সবচেয়ে আদর্শ ফর্মেশন। অস্ট্রেলিয়াও সেই ফর্মেশনে খেলে অনেকটা অভ্যস্ত। তবে বিশ্বকাপের আগে ফর্মেশন বদল আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৬-৫ এর পরিবর্তে সেখানে দেখা যেতে পারে ৭-৪ ফরমেশন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেই দেখা যেতে পারে এমন ফর্মেশন। ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এমনটাই জানিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার এই প্রধান কোচ জানিয়েছেন, একজন বিশেষজ্ঞ বোলারের পরিবর্তে খেলানো হতে পারে একজন অলরাউন্ডারকে।

বর্তমানে বিশ্বের অনেক দেশই ৭-৪ ফর্মেশনে খেলছে। যেখানে একজন বিশেষজ্ঞ বোলারের পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে এক পেস বোলিং অলরাউন্ডার খেলানো হচ্ছে। বর্তমান দলে ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ময়সেস হেনরিকসের মতো অলরাউন্ডার থাকায় অস্ট্রেলিয়াও সেই পথে হাঁটার পরিকল্পনা সাজাচ্ছে। 

বিশ্বকাপের আগে সেটিরই পরীক্ষা-নিরীক্ষা করে নিতে চান অস্ট্রেলিয়ার প্রধান কোচ। যদিও নিজের পুরো কোচিং ক্যারিয়ারে ৬-৫ ফর্মশেনে খেলিয়েছেন এবং সেখানে সাফল্যও পেয়েছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নতুন ফর্মেশনকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন তিনি।

এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, ‘আমরা অবশ্যই আগামীকাল এটি (৭-৪ ফরমেশন) করতে যাচ্ছি। সত্যিকার্থে এখানে দুটি মডেল রয়েছে। তার একটি হচ্ছে ৬-৫ মডেল। অর্থাৎ ৬ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান এবং ৫ জন বিশেষজ্ঞ বোলার। এটি এমন একটি মডেল যেটি আমি আমার পুরো কোচিং ক্যারিয়ারে ব্যবহার করেছি। এটি কারও কাছেই অবাক হওয়ার মতো না এবং এটি খুবই সফল একটি মডেল।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি সামনের দিকে তাকান তাহলে প্রথমত আমরা যা খুঁজছি আর দ্বিতীয়ত ধাঁধার সমাধান বা সম্পূর্ণ করতে চাই। আমরা সম্ভবত ৭-৪ মডেলটির দিকে নজর দিতে পারি।যেখানে আপনার কাছে বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন দল এটি আলাদাভাবে করে থাকে। এটি আমাদের জন্য দুর্দান্ত সুযাগ।’