ইংল্যান্ড - পাকিস্তান সিরিজ

‘দ্বিতীয় সারির’ ইংল্যান্ডের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:56 শুক্রবার, 09 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইয়ন মরগানের নেতৃত্বাধীন দলটি কোয়ারেন্টাইনে থাকায় ওয়ানডে সিরিজে পাকিস্তানের প্রতিপক্ষ বেন স্টোকসের নেতৃত্বাধীন ‘নতুন’ এক ইংল্যান্ড। যেখানে প্রথম ওয়ানডেতেই অভিষেক হয়েছে ইংল্যান্ডের পাঁচ ক্রিকেটারের। স্টোকস ছাড়া বাকি যারা  রয়েছেন তাঁরাও খুব বেশি অভিজ্ঞ নয়। কিন্তু সেই ইংল্যান্ডের কাছেই পাত্তা পেলো না পূর্ণশক্তির পাকিস্তান।

আগে ব্যাট করতে নেমে সাকিব মাহমুদের বোলিং তোপে মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায় বাবর আজমের দল। এদিন বল হাতে ৪২  রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব। যা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এরপর ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মালান ও জ্যাক ক্রলির দুর্দান্ত ব্যাটিং নৈপূণ্যে ১৬৯ বল বাকি থাকতেই ৯ উইকেটের বড় জয় পায় ইংল্যান্ড। বলের হিসেবে পাকিস্তানের বিপক্ষে এটি ইংলিশদের সবচেয়ে বড় জয়।

জয়েরর জন্য ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। দলীয় মাত্র ২২ রানেই অভিষিক্ত ফিলিপ সল্টকে হারায় স্বাগতিকরা। শাহীন শাহ আফ্রিদির বলে শোয়েব মাকসুদের হাতে ক্যাচ দিয়ে নিজের অভিষেক ম্যাচে মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন সল্ট।

এরপর অবশ্য দারুণ এক জুটি গড়েন মালান ও ক্রলি। এই দুজনের ১২০ রানের অনবদ্য জুটিতে ৯ উইকেটের জয় পায় ইংলিশরা। শেষ পর্যন্ত ৫০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া মালান অপরাজিত ছিলেন ৬৮ রানে। এদিকে ৪৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া ক্রলি অপরাজিত ৫৮ রানে। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শাহীন আফ্রিদি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সাকিবের বোলিং তোপে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম উল হক ও বাবরকে সাজঘরে ফেরান সাকিব। ব্যাট হাতে দারুণ সময় পার করা মোহাম্মদ রিজওয়ানও এদিন থিতু হতে পারেননি।

১৩ রান করা রিজওয়ানকে ফেরান লুইস গ্রেগরি। ৫ রান করা সৌদ সাকিলকে ফিরিয়ে দারুণ এক স্পেল শেষ করেন সাকিব। তাতে মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এমন অবস্থা দেখে সফরকারীদের খানিকটা টেনে তুলেন ফখর জামান।

যদিও হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়। ৪৭ রান করা ফখরকে ফেরান ম্যাট পার্কিসন। শেষ দিকে শাদাব খানের ৩০ রানের সুবাদে ১৪১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ইংল্যান্ডের হয়ে সাকিব চারটি উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন পার্কিসন ও ক্রেইগ ওভারটন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৪১/১০ (ওভার ৩৫.২) (ফখর ৪৭, শাদাব ৩০, মাকসুদ ১৯, সাকিব ৪/৪২, ওভারটন ২/২৩)

ইংল্যান্ড: ১৪২/১ (ওভার ২১.৫) (মালান ৬৮*, ক্রলি ৫৮, শাহীন আফ্রিদি ১/২২)