জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

বারবার উসকে দেয়ায় মুজারাবানির দিকে তেড়ে গিয়েছিলেন তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:50 বৃহস্পতিবার, 08 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট মাঠে তাসকিন আহমেদ বরাবরই শান্ত মেজাজের। তাঁকে মাঠে সেভাবে মেজাজ হারাতে দেখা যায় না।সেই তাসকিনকেই কিনা হারারে স্পোর্টস ক্লাব মাঠে দেখা গেলো রুদ্র রূপে। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির দিকে তেড়ে গিয়ে কথার যুদ্ধেও মেতে ওঠেছিলেন।

সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে হঠাৎ মুজারাবানির দিকে তেড়ে যাওয়ার গল্প শোনান তাসকিন। এক ভিডিও বার্তায় ডানহাতি এই পেসার সেই গল্প বলতে গিয়ে জানিয়েছেন, বারবার অকথ্য ভাষা ব্যবহার করে উসকে দেয়ায় মুজারাবানির দিকে সেই সময় তেড়ে গিয়েছিলেন তিনি।

ঘটনাটি ঘটে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে। মুজারাবানিকে চার মারার পরের বলটি খানিকটা শর্ট অফ লেন্থে করলে সেটি ছেড়ে দেন তাসকিন। এরপর হাত ও শরীর নাড়িয়ে খানিকটা নাচের ভঙি দেখান তিনি। সেটা দেখে জিম্বাবুয়ের পেসার তাসকিনে কিছু একটা বলছিলেন।

পরোক্ষণেই মুজারাবানির কথার জবাব দেন তাসকিন। তাতেই থেমে থাকেননি তাঁরা দুজন। তাসকিন খানিকটা এগিয়ে আসলে মুজারাবানি তাঁর (তাসকিন) হেলমেটের গ্রিলে মুখ ঠেসে ধরেন। তারপর বাক্য বিনিময় শেষে তাসকিন ব্যাটিং প্রান্তে আর মুজারাবানি ফেরেন বোলিং প্রান্তে।

সেই ঘটনার কথা বলতে গিয়ে এ তাসকিন বলেন, ‘ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল। বাউন্সার মারার চেষ্টা করছিল। ভালো জায়গায় বল করছিল। আমি ভালো সামলাচ্ছিলামও। বিরক্ত হয়ে বেশ কয়েকবার গালিও দিয়েছে। তৃতীয়বার যখন গালি দিয়েছিল, তখন আমিও তেড়ে গিয়েছিলাম। বলছিলাম, ‘আমাকে কেন গালি দিচ্ছো? বল দিয়ে পারলে কিছু করো?’ এটাই। আর কিছু না।’

এমন ঘটনার দিনে ব্যাট আলো ছড়িয়েছেন তাসকিন। দিনের প্রথম সেশনেই হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। যা কিনা তাঁর ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। দারুণ ব্যাটিং করলেও শুম্বার বলে তুলে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড সাজঘরে ফেরেন তিনি।

১৩৪ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলার দিনে ১১টি চার মেরেছেন তাসকিন। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৯১ রানের জুটি গড়েছেন। যা কিনা বাংলাদেশের সর্বোচ্চ এবং বিশ্ব ক্রিকেটে নবম উইকেট দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।