শ্রীলঙ্কা ক্রিকেট

অদ্ভুত কারণে অধিনায়কত্ব হারালেন পেরেরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:42 বৃহস্পতিবার, 08 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব হারালেন কুশার পেরেরা। নতুন অধিনায়ক হিসেবে দাসুন শানাকাকে বেছে নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ভারতের বিপক্ষে সিরিজে তার অধীনেই খেলবেন লঙ্কান ক্রিকেটাররা।

পেরেরা এ বছরের মে মাসে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন। তার অধিনায়কত্বের অধীনে খেলা শ্রীলঙ্কা দল তিনটি সিরিজের তিনটিতেই হেরেছে। তবে মাঠের পারফরম্যান্সের কারণে দলের অধিনায়কের পদ হারাননি তিনি।

গত কিছুদিন থেকেই শ্রীলঙ্কার ক্রিকেটার বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রিয় চুক্তি নিয়ে ঝামেলা চলছিল। বেশ কয়েকবার কেন্দ্রিয় চুক্তিতে স্বাক্ষরের জন্য বোর্ড থেকে তাগিদ দেয়া হলেও লঙ্কান ক্রিকেটাররা স্বাক্ষর করছিলেন না।

পেরেরার বিরুদ্ধে আভিযোগ, তিনি ক্রিকেটারদের চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে অনুতসাহিত করেছেন। যেখানে শানাকাই প্রথম ক্রিকেটার যিনি ভারতের বিপক্ষে সিরিজের চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হয়েছেন এবং বাকিদের উদ্বুদ্ধ করেছেন।

শানার এই পদক্ষেপই বোর্ড এবং ক্রিকেটারদের বিরোধের অবসান ঘটিয়েছিল। বেশ কয়েকজন খেলোয়াড় উদ্বেগ প্রকাশ করেছেন যে সফর চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগ মুহুর্তে পেরেরার আলোচনাগুলি শ্রীলঙ্কা দলের মধ্যে যথেষ্ট বিভেদ তৈরি করেছে।

এ কারণেই পেরেরাকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আর নতুন অধিনায়ক হিসেবে শানাকাকে বেছে নিয়েছে তারা। ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৩ জুলাই।