ভারতীয় ক্রিকেট

পান্তকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখছেন যুবরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:20 বৃহস্পতিবার, 08 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বছর খানেক আগেও ভারতের জাতীয় দলে নিয়মিত ছিলেন না ঋষভ পান্ত। তবে সাম্প্রতিক সময়ে ভারত দলে নিজেকে ম্যাচ জয়ী ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ব্যাটসম্যান পান্তের মাঝে অধিনায়কত্বের প্রতিচ্ছবি দেখছেন যুবরাজ সিং। ভারতের সাবেক এই অলরাউন্ডার মনে করেন, পান্ত ভারতের ভবিষ্যৎ অধিনায়ক।

ওজন, বাজে শট খেলা ও অযথা উইকেট বিলিয়ে দিয়ে আসার কারণে অনেক সমালোচনা শুনতে হয়েছে পান্তকে। তবে ২০২০ আইপিএলের পর নিজেকে বদলে ফেলেন তিনি। এরপর অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পেলে সেটা দারুণভাবে কাজে লাগান বাঁহাতি এই ব্যাটসম্যান। 

অস্ট্রেলিয়া সফর থেকেই ব্যাট হাতে দারুণ সময় পার করছেন পান্ত। এর মাঝে আইপিএলের এবারের আসরে শ্রেয়াস আইয়ারের ইনজুরিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পান তিনি। যেখানে ব্যাটিংয়ের পাশাপাশি নিজের নেতৃত্বের গুণও দেখিয়েছেন পান্ত। যা বেশ মনে ধরেছে যুবরাজের। 

তাতেই পান্তকে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখছেন তিনি। সেই সঙ্গে পান্তের মাঝে অ্যাডাম গিলক্রিস্টের ছায়া দেখেন যুবরাজ। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষকের মতো খেলার গতিপথ পরিবর্তন করে দেয়ার ক্ষমতা রাখেন পান্ত। 

এ প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘আমি কাউকে দেখছি, সেটা হলো ঋষভ পান্ত। যে কিনা অ্যাডাম গিলক্রিস্টের মতো খেলার গতিপথ পরিবর্তন করে দিতে পারে। গিলক্রিস্ট যখন এসেছিল তখন সে টেস্ট ক্রিকেটে খেলার গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। আমি মনে করি যে, ঋষভও তেমনই একজন।’

তিনি আরও বলেন, ‘ আমি ভারতের সম্ভাব্য অধিনায়ক হিসেবে ঋষভকে দেখছি। সে মাঠে কথা বলতে থাকে, সবাইকে মাতিয়ে রাখে এবং পরিস্থিতি বুঝতে জানে। আমি মনে করি তার স্মার্ট মস্তিষ্ক রয়েছে কারণ আইপিএলে দিল্লি ক্যাপিটালসে অধিনায়কত্ব করার সময় তাকে দেখেছিলাম। সে তার কাজটা (অধিনায়কত্ব) দারুণভাবে করেছে। পরবর্তী বছরগুলোতে লোকদের পান্তকে ভারতের অধিনায়ক হিসেবে দেখা উচিত।’