শ্রীলঙ্কা ক্রিকেট

বিমান দূর্ঘটনায় পড়তে পারতেন লঙ্কান ক্রিকেটাররা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:54 বৃহস্পতিবার, 08 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

মাঠ কিংবা মাঠের বাইরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ধরাশায়ী হবার পর বাড়ি ফেরার পথেও একটি উদ্বেগজনক ঘটনার মুখোমুখি হয়েছিলেন লঙ্কান ক্রিকেটাররা।

ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ক্রিকেটারদের বহনকারী বিমানটির মাঝপতেই জ্বালানি শেষ হয়ে যায়। উপায় না দেখে ভারতে জরুরী অবতরণ করে লঙ্কান ক্রিকেটারদের বহনকারী বিমানটি।

অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে রক্ষা পান ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। শ্রীলঙ্কার একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থার।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের প্লেনের জ্বালানি ফুরিয়ে গিয়েছিল তাই আমাদের ভারতে জরুরি অবতরণ করতে হয়েছিল। যখন আমি ভারতে অবতরণ করি আমি আমার ফোনটাকে চালু করি।'

তিনি আরো বলেন, 'সঙ্গে সঙ্গে ওয়েন বেন্টলির (ইংল্যান্ড অপারেশন ম্যানেজার) কয়েকটি ম্যাসেজ আসে। যিনি সবসময় পরিস্থিতির খোঁজ রাখছিলেন। এটা সত্যিই আমাদের জন্য চরম উদ্বেগের সময় ছিল।'

এর আগে অবশ্য শ্রীলঙ্কার ৩ ক্রিকেটার এই সিরিজের জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এরপর তাদের দেশে ফেরত পাঠানো হয়। অন্যদিকে চুক্তি স্বাক্ষর নিয়ে বেশ উত্তাল লঙ্কান ক্রিকেট।

ভারতের বিপক্ষে সিরিজের আগে অবশেষে বোর্ডের কেন্দ্রিয় চুক্তিতে স্বাক্ষর করেছেন ক্রিকেটাররা। যদিও দলটির অন্যতম অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস চুক্তি স্বাক্ষর করেননি, উল্টো অবসর নেয়ার কথা ভাবছেন।