ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন হারিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:40 বৃহস্পতিবার, 08 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কার্ডিফে আজ (৮ জুলাই) থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের আগেই একটি দুঃসংবাদ শুনলেন হারিস সোহেল। পাকিস্তানের এই ব্যাটসম্যান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন।

অবশ্য গত সপ্তাহেই ডার্বিতে দলের অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হারিস। কিন্তু এমআরআই রিপোর্ট বলছে তার ইনজুরিটি গ্রেড ৩ এর সমমাত্রার। যা তাকে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছুঁড়ে ফেলেছে।

এই সময়টায় তিনি লাহোরে অবস্থিত ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে নিজের পুর্নবাসন চালিয়ে যাবেন। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে এমন দুঃসংবাদে হতাশ হারিস। জানিয়েছেন এই সিরিজে ভালো কিছু করার প্রত্যাশা ছিল তার।

হারিস বলেন, 'আমি ওয়ানডে ম্যাচগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং দলের সাফল্যে অবদান রেখে নিজের জায়গাটা আরো মজবুত করতে চেয়েছিলাম। আমি হতাশ হয়েছি যে আমার এই সফরটি সংক্ষিপ্ত হয়ে গেল। তবে আমি লাহোরে ফিরে পুনর্বাসন কর্মসূচীর মধ্য দিয়ে যাব যাতে আমি ২০২১-২২ মৌসুমে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারি।'

৩২ বছর বয়সী হারিস গত কিছুদিন আগেই অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কেন্দ্রিয় চুক্তিতে জায়গা হারিয়েছেন। আর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছিলেন নিজের ফিটনেস পরীক্ষায় ভালো করে।

বর্তমান আইসিসি সুপার লিগ পর্বের পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছে পাকিস্তান। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আজ কার্ডিফে মাঠে নামবে তারা। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।