জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

প্রিন্সের সমাধানে সফল লিটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:01 বুধবার, 07 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছর টেস্টে সাদা পোশাকের ক্রিকেট সময়টা খারাপ যায়নি লিটন দাসের। তবে বাকি দুই ফরম্যাটে একেবারেই নিষ্প্রভ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট (জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট বাদে) খেললেও এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি তিনি।

হাফ সেঞ্চুরি করলেও ইনিংস বড় করতে পারার আক্ষেপে পুড়তে হয় লিটনকে। তবে সপ্তাহখানেক আগে দলের সঙ্গে যোগ দিয়ে লিটনের সমস্যার সমাধান করে বের করে দিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। যেখানে লিটনকে তিন ঘন্টা ব্যাটিং করার পরামর্শ দিয়েছিলেন তিনি। তাতেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে সাফল্য পেয়েছেন লিটন।

বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেয়ার পর প্রিন্সের সমস্যার কথা জানান লিটন। যেখানে ডানহতি এই ব্যাটসম্যান তাঁকে জানিয়েছিলেন, ৩০-৪০ রান করার পর ব্যাটিংয়ে মনোযোগ ধরে রাখতে পারেন। এরপর তাঁকে রানের দিকে না তাকিয়ে তিন ঘন্টা ব্যাটিং করার পরামর্শ দেন প্রিন্স।

জিম্বাবুয়ের বিপক্ষে সেই কাজটিই করেছেন লিটন। সিরিজের একমাত্র টেস্টের  প্রথম ইনিংসের তিন ঘণ্টার বেশি ব্যাটিং করেছেন তিনি। তাতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৩৮ রানের অনবদ্য জুটি গড়ার সঙ্গে ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন লিটন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করতে না পারলেও এখান থেকে লিটন শিখবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের এই ব্যাটিং কোচ।

এ প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘লিটনের  আমি মাত্র সপ্তাহ খানেক এই দলের সঙ্গে আছি। আমি মনে করি এই দলে খুব স্কিলফুল কিছু ক্রিকেটার আছে। লিটন তাদের একজন। ওর সঙ্গে আমার কথা হয়েছে, সে আমাকে বলেছে যে ৩০-৪০ রানে থাকার সময় সে উইকেট ছুঁড়ে আসে, মনসংযোগ হারিয়ে ফেলে।‘

তিনি আরও বলেন, ‘আমি তাকে বলেছি তুমি যদি তিন ঘন্টা ব্যাটিং করো, কত রান বা অন্য কিছু ভুলে তাহলে দেখবে সেঞ্চুরির কাছে চলে গেছো। এমনকি আজ যে সে ব্যাট করছিল আমি ঘড়ি দেখছিলাম। সে আজ তিন ঘন্টার কিছু বেশি ক্রিজে ছিল, দুর্ভাগ্য যে সে সেঞ্চুরির কাছে গিয়েও সুযোগ হারাল। কিন্তু এটা থেকে সে ভাল কিছু শিখবে।’