শ্রীলঙ্কা ক্রিকেট

অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ম্যাথুস!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:34 বুধবার, 07 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরিকল্পনা করছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ইতোমধ্যে শ্রীলঙ্কান ক্রিকেটকে (এসএলসি) বিষয়টি জানিয়েও দিয়েছেন লঙ্কানদের সাবেক এই অধিনায়ক। খুব শীঘ্রই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে বলে জানা গেছে।

শ্রীলঙ্কার বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যম বলছে, লঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে আন্তর্জাতিক কোন সিরিজে কিংবা জাতীয় দলের দায়িত্বে আপাতত নিজের নাম না রাখার অনুরোধ করেছেন ম্যাথুস। এমনকি অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবার জন্য বোর্ডের কাছে সময়ও চেয়েছেন।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বোর্ডের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তিতে ২৯ জন স্বাক্ষর করলেও ব্যক্তিগত কারণে দেখিয়ে স্বাক্ষর করেননি ম্যাথুস।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, 'অ্যাঞ্জেলো ম্যাথুস যিনি ৩০ সদস্যের স্কোয়াডে অন্তর্ভূক্ত ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটকে অনুরোধ করেছেন তাকে দলে না রাখার জন্য। এমনকি পরিবর্তী কোন ধরণের জাতীয় দায়িত্বেও না রাখার অনুরোধ করেছেন।'

প্রমোদয়া বিক্রমাসিংহে নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রীলঙ্কা দলে উপেক্ষিত ম্যাথুস। তারুণ্য নির্ভর দল সাজিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কাকে নতুনভাবে সাজাতে চাইছেন তিনি। সেই কারণেই মূলত উপেক্ষিত ৩৪ বছর বয়সি ম্যাথুস।

এদিকে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অনেকদিন থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই অলরাউন্ডার। যে কারণে চলমান ইংল্যান্ডের সিরিজের দলেও তাঁকে রাখেননি নির্বাচকরা। যদিও ভারতের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের দলে ঠিকই ছিলেন তিনি।