Connect with us

ভারতের ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর আগে কাউন্টি খেলবেন অশ্বিন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের আগে ইংল্যান্ডের কাউন্টি লিগে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই স্পিনারের আগামী ১১ জুলাই সারের হয়ে খেলার কথা রয়েছে।

যদিও অশ্বিন দলটির হয়ে ১টির বেশি ম্যাচ খেলতে পারবেন না। তবে সারের হয়ে খেলার আগে একটি প্রতিবন্ধকতাও রয়েছে তার। ক্রিকইনফোর বলছে, অশ্বিন এখনো ওয়ার্ক ভিসার জন্য অপেক্ষা করছেন।

কেননা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে অশ্বিন গত মাস থেকেই ইংল্যান্ডে অবস্থান করছেন। আর কাউন্টি খেলতে হলে তাকে ওয়ার্ক ভিসা নিয়েই খেলতে হবে। তাই অশ্বিনও ভিসার জন্য আবেদন করেছেন।

তিনি এবং সারে উভয়ই ভিসার ব্যাপারে আশাবাদী যে খুব দ্রুত সময়ের মধ্যে তার ভিসা নিশ্চিত হয়ে যাবে এবং সমারসেটের বিপক্ষে ম্যাচে অশ্বিন খেলবেন। যদিও এই ম্যাচটি শেষ হবার কথা রয়েছে ১৪ই জুলাই।

একইদিন একটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য একসঙ্গে অনুশীলন করার কথা রয়েছে ভারতের। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড পরিকল্পনা করছে যে ভারত এবং 'নির্বাচিত কাউন্টি একাদশ' এর মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের।

৩ দিনের এই প্রস্তুতি ম্যাচটিকে প্রথম শ্রেণির ক্রিকেটের মর্যাদা দেয়া হচ্ছে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২০ জুলাই থেকে ২২ জুলাই তিন দিনের এই প্রস্তুতি ম্যাচটি খেলবে ভারত এবং নির্বাচিত কাউন্টি একাদশ।

সর্বশেষ

২০ অক্টোবর, বুধবার, ২০২১

দলের প্রয়োজনে সরে দাঁড়াতে প্রস্তুত মরগান

২০ অক্টোবর, বুধবার, ২০২১

এখনো যে কারো সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারেন ধোনি!

২০ অক্টোবর, বুধবার, ২০২১

বিতর্কিত কাণ্ডে পুলিশের হাতে আটক মাইকেল স্ল্যাটার

২০ অক্টোবর, বুধবার, ২০২১

ম্যাচের মোড় ঘুরানোর কৃতিত্ব মেহেদিকে দিলেন সাকিব-তামিম

২০ অক্টোবর, বুধবার, ২০২১

এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাকিব

২০ অক্টোবর, বুধবার, ২০২১

মুশফিককে আটে দেখে হতাশ তামিম

২০ অক্টোবর, বুধবার, ২০২১

স্নায়ুর পরীক্ষায় জিতেছে 'আহত' বাংলাদেশ

১৯ অক্টোবর, মঙ্গলবার, ২০২১

সাকিব-মুস্তাফিজের জাদুতে ওমানকে হারালো বাংলাদেশ

১৯ অক্টোবর, মঙ্গলবার, ২০২১

টানা দুই জয়ে মূল পর্বের পথে স্কটল্যান্ড

১৯ অক্টোবর, মঙ্গলবার, ২০২১

ওয়ার্নারের ফর্ম নিয়ে একটুও দুশ্চিন্তা নেই অস্ট্রেলিয়ার!

আর্কাইভ

বিজ্ঞাপন