আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

সারাদেশ ঘুরে সপ্তাহজুড়ে শিরোপা উৎসব করবে নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:21 বুধবার, 07 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় নিউজিল্যান্ড। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো জেতা ট্রফি নিয়ে সপ্তাহজুড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠবে তাঁরা। 

নিউজিল্যান্ডের উত্তর অংশের ভানাগেরি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের ইনভারকারগিল পর্যন্ত সাতদিন জুড়ে ট্রফি নিয়ে ঘুরবে ক্রিকেটাররা। আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে কুচকাওয়াজটি।

এই সাতদিনে ট্রফি নিয়ে অকল্যান্ড, তাউরাঙ্গা, হ্যামিল্টন, নিউ পলিমাউথ, উত্তর পালমাস্ট্রোন, ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চ শহরের বিভিন্ন রাস্তায় ভ্রমণ করবেন। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া উইল সোমারসিল, জিৎ রাভাল ও টড অ্যাস্টলের মতো ক্রিকেটাররাও এখানে অংশ নেবেন। 

যদিও সেখানে থাকা হচ্ছে না বিজয়ী দলের অধিনায়ক কেন উইলিয়ামসন , কাইল জেমিসন, ডেভন কনওয়ে এবং কলিন ডি গ্র্যান্ডহোমের। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে তাঁরা দেশে ফেরেননি।

সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ফাইনালে অংশ নেয়া ক্রিকেটার  ও দলের সাপোর্ট স্টাফরা এখনও কোয়ারেন্টাইনে রয়েছেন। আগামী শনিবার শেষ হতে যাচ্ছে তাঁদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। 

এরপর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সপ্তাহজুড়ে অনুষ্ঠেয় শিরোপা উৎসবে অংশগ্রহণ করবেন ট্রেন্ট বোল্ট-টিম সাউদিরা। নিউজিল্যান্ডের ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন যে, শিরোপা উৎসব করলেও তাদের কোয়ারেন্টাইনে কোন ছাড় দেয়া হয়নি।