ক্রিকেট পাকিস্তান

‘দুই-এক ম্যাচে পারফর্ম করলেই পাকিস্তানের হয়ে খেলা যায়’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:09 বুধবার, 07 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান দলের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়াক নিয়ে বরাবরই সমালোচনা করেন দলটির সাবেক ক্রিকেটাররা। প্রতিটি সিরিজেই দল নির্বাচন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচকদের। কদিন আগে সমালোচনা করেছেন ওয়াহাব রিয়াজ ও কামরান আকমল।

এবার পাকিস্তানের দল নির্বাচন প্রক্রিয়া করলে শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, বর্তমানে পাকিস্তান দলে সুযোগ পাওয়া একেবারেই সহজ। সাবেক এই অভিজ্ঞ অলরাউন্ডারের দাবি, ঘরোয়া ক্রিকেটে দুই একটা ভালো পারফরম্যান্স করলেই পাকিস্তান দলে সুযোগ পাওয়া যায়।

তরুণদের দ্রুতই জাতীয় দলে খেলার সুযোগ করে দেয়ার কারণে তাঁদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ ঘরোয়া ক্রিকেটে নিজেদের পোক্ত করতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকাটা বেশ কঠিন। মূলত এই কারণেই চটেছেন আফ্রিদি।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, কোন ক্রিকেটারদের জাতীয় দলে নেয়ার আগে ঘরোয়া ক্রিকেটে দুই-তিন বছর নিয়মিত খেলানো উচিত। সেখানে ধারাবাহিকভাবে পারফর্ম করলেই কেবল দলে সুযোগ দেয়া উচিত। সেই সঙ্গে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করাটা একেবারে সহজ না করার পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘আসল বিষয়টি হচ্ছে, আমরা পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করতে দেয়াকে সত্যিই সহজ করে দিয়েছি। ঘরোয়া ক্রিকেটের এক বা দুইটা পারফরম্যান্সই আপনাকে জাতীয় দলের জন্য যোগ্য করে তুলছে। এটা কি? ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আপনার উচিত ব্যাটসম্যানদের টেম্পারমেন্ট বুঝতে অন্তত দুই বা তিন বছর খেলতে দেয়া। বোলারদের ক্ষেত্রেও একই জিনিস। যদি আপনি একজন খেলোয়াড়কে সুযোগ দিলেন কিন্তু সে পারফর্ম করতে পারলো না। তাহলে তাকে ঘরোয়া ক্রিকেটে নিয়ে যাওয়া দরকার। সেখানে দুই-এক বছর খেলতে দেন। পাকিস্তানের হয়ে খেলাটা এত সহজ করা উচিত নয়। দুই-একটা পারফরম্যান্সের মাধ্যমের জাতীয় দলে খেলার বিপক্ষে আমি।’