ইংল্যান্ড - ভারত সিরিজ

দ্রুতই দেশে ফিরছেন গিল, চূড়ান্ত হয়নি বদলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:18 বুধবার, 07 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরির করণে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শুভমান গিল। ফলে তাঁকে দ্রুতই দেশে ফেরাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সেই সঙ্গে বদলি হিসেবে বেশ কয়েকজনের নাম ওঠে আসলেও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ দাবি করেছে যে, গিলের বদলি হিসেবে এখনই কাউকে ইংল্যান্ডে পাঠাচ্ছে না ভারত। কারণ তাঁরা এখনও কারও নামই চূড়ান্ত করতে পারেনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছেন গিল। ফাইনালের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার পরই মাথা চাড়া দিয়ে ওঠে পায়ের পুরেোনা চোট। 

শুরুতে শোনা যাচ্ছিলো, সিরিজের প্রথম টেস্টে গিলের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে সময় গড়াতেই পুরো সিরিজ থেকে ছিটকে যেতে হয় তরুণ এই ওপেনারকে। দলে লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল থাকার পরও পৃথ্বী শ’কে ইংল্যান্ডে পাঠানোর কথা শোনা যাচ্ছিলো।

কারণ রাহুলকে টেস্টে ওপেন করানোর কথা ভাবছে না টিম ম্যানেজমেন্ট। তাতে ওপেনার হিসেবে স্কোয়াডে রয়েছেন আগারওয়াল। এদিকে পৃথ্বীর সঙ্গে পরবর্তীতে দেবদূত পাডিকালের নামও ভেসে আসছিল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, তাদের দুজনকেই বিকল্প হিসেবে চায় কোহলিরা। যদিও ভারত এখনও কারও নাম চূড়ান্ত করতে পারেনি। পৃথ্বী ও পাডিকালের নাম শোনা গেলেও এখনই ইংল্যান্ডে যাওয়াটা একেবারে সহজ হবে না।

কারণ সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছে তাঁরা দুজন। সেই সঙ্গে ভারত ও শ্রীলঙ্কা করোনার কারণে ইংল্যান্ডের রেড জোনে রয়েছে। যে কারণে সেখান থেকে ইংল্যান্ডে গেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।