জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ

প্রতিশোধের ইঙ্গিত দিলেন টেলর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:52 মঙ্গলবার, 06 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৩ সালে সর্বশেষ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। সেবার ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল স্বাগতিকরা।

অবশ্য বাংলাদেশের পর গত ৮ বছরে কোনো দেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিততে পারেনি জিম্বাবুয়ে। জয়ে ফেরার জন্য বাংলাদেশের চেয়ে চেনা প্রতিপক্ষ আর কে হতে পারে।

সেই সঙ্গে বাংলাদেশে এসে প্রতিবার যে লজ্জায় পড়তে হয়েছে এবার ব্রেন্ডন টেলরের নেতৃত্বে সুদে আসলে বদলা নিতে চায় জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের আগে এমনটাই ইঙ্গিত দিয়েছেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত এই অধিনায়ক।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'বছরের পর বছর ধরে ওরা অনেক কঠিন সময় উপহার দিয়েছে আমাদের। এবার তাই দেশে খেলতে পারা এবং এখানে নিজেদের শক্তির জায়গায় খেলতে পারাটা দারুণ।'

দারুণ লড়াইয়ের ইঙ্গিত দিয়ে টেলর বলেছেন, 'ওদের দলটাও শক্তিতে পূর্ণ। কঠিন চ্যালেঞ্জই আশা করছি। অন্য যে কোনো দলের চেয়ে ওদের সঙ্গে বেশি লড়েছি আমরা। এবারও দারুণ লড়াই হবে। আমি মুখিয়ে আছি মাঠে নামতে।'

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই জিম্বাবুয়ে। ফলে এই টেস্টের বাড়তি গুরুত্ব নেই বাংলাদেশের কাছে। যদিও কোনোভাবেই টেস্ট র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা এই দলটির বিপক্ষে হারতে চাইবে না মুমিনুল হকের দল।