জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ

আইসোলেশনে উইলিয়ামস-আরভিন, বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক টেলর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:47 মঙ্গলবার, 06 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের আগে আইসোলেশনে পাঠানো হয়েছে জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস ও অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনকে।

দুজনই করোনায় আক্রান্ত পরিবারের সংস্পর্শে এসেছিলেন। ফলে তাদের স্বেচ্ছা আইসোলেশনে পাঠানো হয়েছে জিম্বাবুয়ের স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী।

এদিকে, বুধবার থেকে শুরু হওয়া টেস্টে জিম্বাবুয়ে দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। এই বিষয়টি নিশ্চিত করেছেন টেলর নিজেই।

সর্বশেষ পাকিস্তান সিরিজেও উইলিয়ামস ও আরভিনের খেলা হয়নি। মূলত চোট ও পারিবারিক কারণে তারা পাকিস্তানের বিপক্ষে খেলেননি। সেই সিরিজেও জিম্বাবুয়ের নেতৃত্ব দিয়েছিলেন টেলর।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অভিজ্ঞ দুই তারকাকে না পেয়ে কিছুটা হতাশ ভারপ্রাপ্ত অধিনায়ক টেলর। অবশ্য এটাকে তরুণ ক্রিকেটারদের জন্য একটি সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

টেলর বলেছেন, 'আমরা অভিজ্ঞ কয়েকজনকে পাচ্ছি না। তবে রোমাঞ্চকর কিছু তরুণ ক্রিকেটার উঠে আসছে আমাদের। এটা তাদের জন্য বড় একটি সুযোগ। এই পর্যায়ে তারা কোথায় অবস্থান করছে, সেটি দেখার জন্য উপযুক্ত সময় এটিই। তাদের ওপর আমাদের আস্থা আছে। জিম্বাবুয়ে ক্রিকেটের এই সময়টার অংশ হতে পারা দারুণ ব্যাপার। ওদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি আমি।'