ইংল্যান্ড - পাকিস্তান সিরিজ

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ৯ নতুন মুখ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:37 মঙ্গলবার, 06 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কা বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে পাকিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর দুদিন আগে ইংল্যান্ড শিবিরে হানা দেয় করোনা। খেলোয়াড় ও ম্যানেজমেন্ট মিলিয়ে সাত জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

যে কারণে পাকিস্তানের বিপক্ষে নতুন দল দিতে বাধ্য হয়েছে ইসিবি। যেখানে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ৯ ক্রিকেটার। ইয়ন মরগান কোয়ারেন্টাইনে থাকায় প্রথমবারের মতো ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়কত্বে বেন স্টোকস।

ওয়ানডে দলে থাকা ক্রলি, ক্রেইগ ওভারটন ও ড্যান লরেন্সরা ইতোমধ্যে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডেভিড পাইনে ও জন সিম্পসন। ২০১৪ সালের পর প্রথমবারের মতো যেকান ফরম্যাটে ইংল্যান্ডের স্কোয়াডে জায়গা পেলেন ড্যানি ব্রিগস। 

ইনজুরির কারণে কাউন্টি চ্যাম্পিয়নশিপ মিস করলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে রয়েছেন লুইস গ্রেগরি ও ফিল সল্ট। ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন ডেভিড মালান। তবে প্রথমবার ঘোষিত স্কোয়াড কোয়ারেন্টাইনে থাকায় তিনি ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে। 

এদিকে এবারও ইংল্যান্ড দলে ফেরা হলো না অ্যালেক্স হেলসের। ২০১৯ বিশ্বকাপের আগে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছিলেন তিনি। গেল দুই বছরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও ইংল্যান্ড দলে সুযোগ হয়নি তাঁর।

আগামী ৮ জুলাই কার্ডিফে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১৩ জুলাই। শেষ ম্যাচ দুটি হবে যথাক্রমে লর্ডস ও এজবাস্টনে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক বল, ড্যানি ব্রিগস, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, লুইস গ্রেগরি, টম হেম, উইল জ্যাকস, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিসন, ডেভিড পাইনে, ফিল সল্ট, জন সিম্পসন এবং জেমস ভিন্স।