শ্রীলঙ্কা - ভারত সিরিজ

বোলিং করছেন হার্দিক, সুখবর জানালেন সূর্যকুমার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:14 মঙ্গলবার, 06 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন হার্দিক পান্ডিয়া। এই চোটের কারণে বোলিং করতে পারছেন না তিনি। এর ফলে ভারতে ইংল্যান্ড সফরের দলেও জায়গা হয়নি। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দলে ডাকা হয়েছে তাঁকে।

সেখানেই অনুশীলনে বল হাতে ঘাম ঝড়াচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। এমনটাই জানিয়েছেন ভারতের টপ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। এমনকি আন্তঃ স্কোয়াড ম্যাচেও বল হাতে দেখা গেছে হার্দিককে। এটা দলের জন্য ভালো নিদর্শন বলে মনে করেন সূর্যকুমার।

তিনি বলেন, 'আমার মনে হয় ম্যানেজমেন্ট এবং হার্দিক তাদের দায়িত্ব সম্পর্কে অবগত। এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। আন্তঃ স্কোয়াড ম্যাচে ও নেটে সে বোলিং করেছে। সে বোলিং করছে তারা কিভাবে এটা কাজে লাগাবে এটা ম্যানেজমেন্ট বলতে পারবে। কিন্তু সে বোলিং করছে এটা আমাদের জন্য ভালো একটি নিদর্শন।'

হার্দিক ২০১৮ সালে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। এরপর আর তাঁকে সাদা পোশাকে খেলতে দেখা যায়নি। ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে অল্প বিস্তর বোলিং করতে দেখা গেলেও আইপিএলে কোনো বোলিংই করেননি তিনি।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার পডকাস্টে হার্দিক বলেছিলেন, আইপিএলের বাকি অংশে বল হাতে ফিরতে চান তিনি। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই বল হাতে ফেরার পরিকল্পনা তাঁর।

হার্দিক বলেছিলেন, 'আইপিএলে আমি বোলিং শুরু করতে চাই এবং আমার মনোযোগ বিশ্বকাপে। আমি নিশ্চিত করতে চাই যে বিশ্বকাপে প্রতিটি ম্যাচে বোলিং করছি। আমি নিজের উন্নতি করার চেষ্টা করছি এবং এই সুযোগটি হারাতে চাই না। বোলিং দিয়েই বুঝতে হবে আমি কতটা ফিট।'