বাংলাদেশ ক্রিকেট

শক্তিশালী টেস্ট দল বানাতে নির্বাচকদের বৃহৎ পরিকল্পনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:00 মঙ্গলবার, 06 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ প্রায় দুই যুগ পেরিয়ে যাওয়ার অপেক্ষায়। তবুও সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হাহাকার বহমান। মাঝে খানিকটা সময় আলোর ঝলকানি দেখা গেলেও কদিন বাদে আবারও ফিরে আসে নিজেদের পুরোনো রূপে। রঙিন পোশাকে খানিকটা মাথা চাড়া দিয়ে উঠলেও টেস্টে এখনও যেন ধ্বংসস্তুপে দাঁড়িয়ে টাইগাররা।

সেখান থেকে বেড়িয়ে আসতে বৃহৎ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যেন আগামী দুই এক বছরের মাঝে ভালো অবস্থানে যায় সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিকট নতুন এক পরিকল্পনা জমা দিচ্ছে যাচ্ছেন নির্বাচকরা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

খেলোয়াড়ি জীবনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন নান্নু। এ ছাড়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রধান নির্বাচকের দায়িত্ব রয়েছেন তিনি। এই সময়টার মাঝে টেস্টে বাংলাদেশের অনেক চড়াই উৎরাই দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বোর্ডকে নতুন এক পরিকল্পনা দেবেন নির্বাচক প্যানেল। 

অল্প কদিনের মাঝে সেটি বোর্ডে জমা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। করোনার প্রকোপ খানিকটা কমলে সেটা আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে। নিজেদের পরিকল্পনার ইঙ্গিত দিতে গিয়ে নান্নু জানিয়েছেন, অনূর্ধ্ব-২৩ বিভাগীয় দলগুলোর জন্য টেস্ট খেলতে বাধ্যতামূলক করা হবে। যাতে করে বেশি ক্রিকেটার খেলার সুযোগ পায় এবং টেস্টের ভিত্তিটাও শক্তিশালী হয়।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমরা লঙ্গার ভার্সন নিয়ে একটা চিন্তা-ভাবনা, পরিকল্পনা করেছি। এই সেপ্টেম্বর থেকে... কোভিডটা যদি একটু স্বাভাবিক হয় তাহলে আগামী সিজন থেকে ভালো একটা শুরু করতে চাই। লঙ্গার ভার্সনটাকে এমনভাবে সাজাতে চাই যেটা আগামী দুই বছরের মধ্যে টেস্টটা ভালো অবস্থানে যাবে। আমাদের নির্বাচক প্যানেল থেকে এতদিনের অভিজ্ঞতা নিয়ে প্রস্তাব দিয়েছি। ওভাবে আগাতে পারলে, রেড বল ক্রিকেটটাকে ভালো অবস্থানে নিতে পারব।’

তিনি আরও বলেন, ‘এটা আমরা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে বোর্ডে জমা দেবো। সবকিছু মিলিয়ে ডিভিশনের দলগুলোকে যাতে বাধ্যতামূলক অনূর্ধ্ব-২৩...ঘরের মাঠে যদি আমি একটা ম্যাচ খেলি...অনেকগুলো খেলোয়াড় এই লঙ্গার ভার্সনে যুক্ত হবে। এটা হলে লাল বলের ক্রিকেটের ভিত্তি অনেক শক্ত হবে।’

টেস্টকে আরও জনপ্রিয় করে তুলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশের পারফরম্যান্স একেবারে হতশ্রী। পুরো আসরে বাংলাদেশের অর্জন মোটে ২০ পয়েন্ট।

সেটিও এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে দেশের লঙ্গার ভার্সনের উন্নতি করার বিকল্প দেখছেন না নান্নু। সেই সঙ্গে বাংলাদেশের এই প্রধান নির্বাচক জানিয়েছেন, নিজেদেরকে সবদিক দিয়েই প্রতিষ্ঠিত করতে হবে এবং বেশি সংখ্যক ক্রিকেটার তৈরি করতে হবে।

নান্নু বলেন, ‘আপনি যেকোনো দেশের লঙ্গার ভার্সন ক্রিকেটের ফরম্যাটে যদি শক্তিশালী না হয় তাহলে তো আপনি চ্যাম্পিয়নশিপে যেতে পারবেন না। আপনার বেশি সংখ্যক ক্রিকেটার থাকতে হবে...। সবদিক দিয়ে প্রতিষ্ঠিত হতে হবে। এই জায়গায় আমাদের আরেকটু নজর দিতে হবে। এটাকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারলে বাকি ফরম্যাটগুলোও ভালো হবে।’