ক্রিকেট পাকিস্তান

আমিরকে ফেরার পথ বাতলে দিলেন ওয়াকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:04 মঙ্গলবার, 06 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় দলে জায়গা হারানোর সঙ্গে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে হুট করেই অবসর নিয়ে বসেন মোহাম্মাদ আমির। এই সিদ্ধান্ত অনেককেই হতাশ করলেও নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। বলেওছিলেন, ম্যানেজম্যান্ট বদলালেই অবসর ভেঙে ফিরবেন।

অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট খেলতে ব্যস্ত আমির। কিন্তু সেখানেও যেন নিজেকে খুঁজে ফিরছেন তিনি। মাঝে আবার শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেও নেই তার আগের সেই ধার।

বল হাতে পারছেন না জ্বলে উঠতে। পারফরম্যান্সের এই দশা হলে চাইলেও পাকিস্তান দলে ফেরা এই পেসারের জন্য বেশ কঠিন বলে মনে করছেন ওয়াকার ইউনিস। অবশ্য আমিরকে ফেরার পথ বাতলে দিয়েছেন তিনি।

বাঁহাতি এই পেসারকে ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্য আরও একবার প্রমাণ করার তাগিদ দিয়েছেন তিনি। তবে, সবার আগে আমিরকে অবসর থেকে ফেরার সিদ্ধান্ত নিতে বললেন ওয়াকার।

ওয়াকার বলেন, 'নিঃসন্দেহে সে (আমির) দারুণ একজন ক্রিকেটার। কিন্তু সে যদি খেলতে না চায়, অবসর থেকে ফিরতে না চায় এবং নির্বাচকদের মুগ্ধ না করতে পারে, তাহলে এটা (জাতীয় দলে ফেরা) কঠিন।”

'এটা পাকিস্তান দল, আমার বা তার দল নয়। দেশের হয়ে খেলতে হলে তাকে সঠিক কাজটিই করতে হবে। এটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, তাকে এটা মনে রাখতেই হবে' আরও যোগ করেন তিনি। 

গণমাধ্যমের খবর, চলতি বছরের শুরুতে নাকি পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের সঙ্গে দেখা করেছিলেন আমির। তবে ওয়াকার জানালেন, এসবের কিছুই জানেন না তারা। 

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, 'সত্যি কথা বলতে, আমি এই সম্পর্কে কিছুই জানি না। তিনি (ওয়াসিম খান) হেড অব ক্রিকেট, যার সঙ্গে ইচ্ছা দেখা করার তার সম্পূর্ণ অধিকার আছে। সে নিজের মতো করে ওনার সঙ্গে দেখা করতে গেছে, আমরা এই বিষয়ে কিছুই জানি না।'