ক্রিকেট অস্ট্রেলিয়া

শতভাগ সুস্থ হয়েই ফিরবেন স্মিথ, আশা পেইনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:30 মঙ্গলবার, 06 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্টিভ স্মিথের কনুইয়ের চোট নতুন নয়। যা নিয়ে তাকে বেশ ভালো সময় ধরেই ভুগতে হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, প্রয়োজনে অ্যাশেজের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বলি দেবেন। টেস্ট অধিনায়ক টিম পেইনেরও চাওয়া, তড়িঘড়ি করে ক্রিকেটে না ফিরে দীর্ঘমেয়াদে ক্যারিয়ারের কথা ভেবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন স্মিথ।

গেল এপ্রিলে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন স্মিথ। তবে ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মাঝপথেই টুর্নামেন্ট থেমে যায়। এরপরই সংবাদমাধ্যমে খবর আসে, কনুইয়ের চোট নিয়েই আইপিএলে খেলেছেন তিনি, যা চোটকে আরো ক্ষতিগ্রস্ত করেছে।

তিন ফরম্যাটেই অজিদের গুরুত্বপূর্ণ সদস্য স্মিথ। তাই দলের সেরা ব্যাটসম্যানের শতভাগ সুস্থতা কামনা করছেন পেইন। আর নিজেকে ফিরে পেতে স্মিথ যদি বিশ্বকাপ নাও খেলেন তাতেও কোন সমস্যা দেখছেন না অজি অধিনায়ক।

পেইন বলেন, 'আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সে খেলার জন্য শতভাগ প্রস্তুত কিনা, সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক আর অ্যাশেজই হোক। স্বার্থপরভাবে চিন্তা করলে, আমি তাকে ১০০ ভাগ ফিট দেখতে চাই আর সেটার জন্য যদি সে টুর্নামেন্টে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) না খেলতে পারে, তাহলে সে খেলবে না।'

'কিন্তু স্মিথ পেশাদার, সে জানে শারীরিকভাবে সে কেমন বোধ করছে এবং সে যদি সুস্থ বোধ না করে তাহলে সে সঠিক সিদ্ধান্তই নিবে। এখন এটা গুরুত্বপূর্ণ যে সেরে উঠতে তার কত সময় লাগে, সেটা শুধু অ্যাশেজের জন্য নয়, আগামী পাঁচ-ছয় বছরের ক্যারিয়ার লম্বা করার জন্যও।'

চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন স্মিথ। তবে ২২ গজের বাইরে তার সময়টা লম্বা হতে পারে দেশের হয়ে ৭৭ টেস্ট খেলা স্মিথের।