ক্রিকেট ইংল্যান্ড

৭ উইকেট নিয়ে হাজারি ক্লাবে অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:41 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি মাসেই ৩৯ বছরে পা দেবেন জেমস অ্যান্ডারসন। তবে পারফরম্যান্সে বয়সের সেই প্রৌঢ়ত্বের ছাপ নেই একটুও। এখনও অ্যান্ডারসনের চিরচেনা আউট সুইংয়ে দিশেহারা ব্যাটসম্যানরা। যার দেখা মিলেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে ছয়ে ব্যাট করতে নামা হেইনো কুনের ক্ষেত্রে।

দারুণ এক আউট সুইংয়ে কুনের ব্যাটের কানায় লেগে বল উইকেটরক্ষকের গ্লাভস বন্দি হলে ৫১তম বারের মতো ৫ উইকেট নেয়ার উল্লাসে মেতে ওঠেন অ্যান্ডারসন। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার উইকেট নেয়ার মাইফলক স্পর্শ করেন ডানহাতি এই অভিজ্ঞ পেসার। যা কিনা ২০০৫ সালের পর প্রথম পেসার হিসেবে ১ হাজার উইকেট নেয়ার মাইলফলক।

ওল্ড ট্রাফোর্ডে ৯৯৫ উইকেট নিয়ে কেন্টের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন। তবে বৃষ্টির কারণে প্রথম দিন খেলা মাঠেই গড়ায়নি। এরপর দ্বিতীয় দিনেরও প্রায় অর্ধেক সময় ভেস্তে গেছে বৃৃষ্টির কারণে। তবে বৃষ্টি শেষে খেলা শুরু হলে নতুন বলে শুরু থেকেই আলো ছড়াতে থাকেন অভিজ্ঞ এই পেসার।

ইনিংসের প্রথম ওভারেই ল্যাঙ্কাশায়ারকে ব্রেক থ্রো এনে দেন অ্যান্ডারসন। স্বদেশি জ্যাক ক্রলিকে ক্যাচ আউট করে সাজঘরে ফেরান তিনি। অ্যান্ডারসনের দ্বিতীয় শিকার জর্ডান কক্স। ক্রলি শূন্যে রানে ফিরলেও লুক ওয়েলসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরা জর্ডান করেছেন মাত্র ১ রান।

এরপর একে একে প্যাভিলিয়নের পথে হাঁটেন অলিভিয়ার রবিনসন ও জ্যাক লেনিং। প্রোটিয়া ব্যাটসম্যান কুনকে ফিরিয়ে ৫১তম বারের মতো ৫ উইকেট তুলে নেন অ্যান্ডারসন। যেখানে ৫ উইকেট তুলতে তাঁর খরচ ৭ ওভার ও মাত্র তিন রান।

প্রথম সাত ওভারের পাঁচটিই মেইডেন নেয়া অ্যান্ডারসন পরের ৩ ওভারে দিয়েছেন ১৬ রান। যেখানে তিনি ফিরিয়েছেন ম্যাট মিলনেস ও হ্যারি পডমোরকে। এই দু্ই উইকেটের ফলে প্রথম ইনিংসে সর্বসাকুল্যে ১৯ রানে তাঁর শিকার ৭ উইকেট। 

২০০২ সালে ১৯ বছর বয়সে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। যেখানে তাঁর অভিষেক উইকেট ছিল সারের ওপেনার ইয়ান উইয়ার্ড। সেই গ্রীষ্মেই জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তাঁর। নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এরপর থেকে টেস্টে পেসারদের একের পর এক রেকর্ড ভেঙে চলছিলেন অ্যান্ডারসন। গেল বছর ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ১ হাজার উইকেটের প্রায় দুই তৃতীয়াংশ নিয়েছেন ইংল্যান্ডের জার্সিতে। এদিকে ল্যাঙ্কাশায়ারের হয়ে ২১.৬৩ গড়ে ৩৩৯ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।