জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

‘সাকিবের মতো ক্রিকেটারকে সবাই পেতে চায়’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:10 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

বল হাতে বাংলাদেশের স্পিন বিভাগের নেতৃত্বে সাকিব আল হাসান। শুধু স্পিন বিভাগই না বলতে গেলে টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র তিনি। সেই সঙ্গে মিডল অর্ডারে মুশফিকুর রহিমের সঙ্গে ভরসার প্রতীক সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সাকিব থাকলে যে কোন দলই একজন ব্যাটসম্যান বেশি খেলানোর সুযোগ পায়। অর্থাৎ সাকিব একাদশে থাকা মানেই দলে ভারসাম্য থাকে। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই সাকিবের মতো অলরাউন্ডারকে পেতে মুখিয়ে থাকে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় ডমিঙ্গো বলেন, ‘সাকিব টেস্ট খেলতে মুখিয়ে আছে খুবই। বড় খেলোয়াড়দের জন্য এটা গুরুত্বপূর্ণ। তাদের এই মনোভাব থাকাটা। তাকে ফিরে পাওয়াটা দারুণ। দলের ভারসাম্য বেড়ে যায়। সেরা ছয়ে ব্যাটিং করে, সামনের সারির বোলার। আন্তর্জাতিক প্রতিটি দলই এমন খেলোয়াড় পেতে মুখিয়ে থাকে। সে এই সফরে শক্তি ও শারীরিক ভাষা এনেছে।’

নিষেধাজ্ঞার পর এবারই প্রথম সাকিবকে তিন ফরম্যাটে একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরলেও ওয়ানডে খেলার পর সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন। ফলে খেলা হয়নি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

ইনজুরির সঙ্গে পিতৃত্বকালীন ছুটি, তাতে খেলা হয়নি নিউজিল্যান্ড সফরেও। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ছুটি নেয়ায় ছিলেন না শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে। যদিও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। 

এদিকে নিষেধাজ্ঞা থেকে ফিরে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। যদিও জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৭৪ রান করার সঙ্গে বল হাতে ৩ উইকেট নিয়েছে ফর্মে ফেরার আভাস দিয়েছেন তিনি।