জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

দ্রুতই পেসাররা বাংলাদেশকে টেস্ট জেতাবে, বিশ্বাস ডমিঙ্গোর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:10 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

দুর্দান্ত পেস বোলিং ইউনিট ছাড়া টেস্টে ভালো করার উপায় নেই। বিশেষ করে বিদেশের মাটিতে টেস্ট খেলতে নামলে শক্তিশালী পেস বোলিং ইউনিট থাকাটা অত্যাবশক। কিন্তু সেখানেই হতশ্রী বাংলাদেশ। ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারালেও বিদেশের মাটিতে গিয়ে ভুগতে হয় টাইগারদের।

স্পোর্টিং কিংবা পেস বান্ধব উইকেটে খেলতে গেলেই চোখে পড়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের দুর্বলতা। সর্বশেষ কবে পেসারদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিয়েছিল সেটা বলাও মুশকিল। যদিও সাম্প্রতিক সময়ে পেসাররা দারুণভাবে উন্নতি করেছে। তাতেই আশার আলো দেখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বিশ্বাস করেন যে, দ্রুতই পেসাররা বাংলাদেশকে ম্যাচ জেতাবে।

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘সবসময়ই যেমনটা বলে এসেছি, পেসারদের উন্নতি নিয়ে আমি আসলে খুবই খুশি। তারা খুবই কঠোর পরিশ্রম করেছে। কিছুটা সাফল্য তাদের প্রাপ্য। ফল সবসময় তাদের পক্ষে আসেনি। তারা ওটিসের সঙ্গে দারুণ কাজ করছে। তারা পরিশ্রম করতে পিছপা হয় না।’

টেস্ট খেলার দিক থেকে যদিও বাংলাদেশের পেসাররা খুব বেশি অভিজ্ঞ নয়। বেশিরভাগ পেসাররাই খুব বেশি ম্যাচ খেলার ‍সুযোগ পায়নি। তবে গেল ১৮ মাসের উন্নতি দেখে ভালো লেগেছে ডমিঙ্গোর। যেখানে তাঁদের পরিশ্রম দেখে উচ্ছ্বসিত ডমিঙ্গো।

তিনি বলেন, ‘টেস্ট ম্যাচের সংখ্যার দিক দিয়ে তারা অনভিজ্ঞ হতে পারে, তবে তারা কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় গত ১৮ মাসে তাদের উন্নতি হয়েছে ব্যাপক। পেস বোলিং বুঝার ক্ষেত্রে, স্কিল সেটের ক্ষেত্রে, মানিয়ে নেওয়ার ক্ষেত্রে। আমার মনে হয় সেদিন খুব বেশিদূর নয়, যখন একজন পেসার বোলার আমাদের টেস্ট ম্যাচ জেতাবে।’

আগামী ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টেস্ট। সিরিজ শুরুর আর মাত্র একদিন বাকি থাকলেও এখন পর্যন্ত উইকেট দেখতে পারেনি বাংলাদেশ। গ্রাউন্ডসম্যানরা উইকেট দেখতে না দেয়ায় এখনও বোলিং আক্রমণ সাজাতে পারেনি বাংলাদেশ।

ডমিঙ্গো বলেন, ‘দূর্ভাগ্যজনকভাবে গ্রাউন্ডসম্যানরা আমাদের এখনও উইকেট দেখতে দেয়নি। তারা দেখতে দিচ্ছে না। আজ অথবা কাল যখন উইকেট দেখব, তখন বোলিং আক্রমণ নিয়ে আরও ধারণা পাব আমরা।’