আইপিএল

আইপিএলের সঙ্গে ফিরছেন আইয়ারও

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:12 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

কাঁধের ইনজুরির কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারেননি দিল্লি ক্যাপিটেলসের অধিনায়ক শ্রেয়ার আইয়ার। ঠিকানা বদলে সংযুক্ত আরব আমিরাতে আবারো শুরু হতে যাচ্ছে আইপিএলের বাকি অংশ। আর সেখানে খেলতে আশাবাদী দিল্লির এই অধিনায়ক।

মূলত ভারতের হয়ে খেলার সময়ই কাঁধে গুরুতর চোট পান আইয়ার। তারপর তাকে যেতে হয় অস্ত্রপচারের মধ্য দিয়ে। আইপিএল স্থগিত না হলে হয়ত এবারের আসরটি আর খেলাই হত না তার। কিন্তু এখন আবারো খেলতে পারেন দিল্লির অধিনায়ক।

আইপিএল স্থগিত হবার আগে অবশ্য দারুণ খেলেছে দিল্লি। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তারা। আইপিএল চালু হবে আগামী সেপ্টেম্বরে। তার আগেই ইনজুরি থেকে সেরে উঠবেন আইয়ার এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।

আইয়ার বলেন, 'হ্যা আমার কাঁধ এখন ভালো আবস্থানে রয়েছে। আমার মনে হয় সুস্থ হবার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন এটা একদম শেষ পর্যায়ে আছে। তাই আশা করছি আর ১ মাস লাগবে পুরোপুরি সুস্থ হতে এবং অবশ্যই অনুশীলন চালিয়ে যাব। আমি আশা করি আইপিএলের বাকি অংশে খেলব।'

আইয়ারেরে অনুপস্থিতিতে দিল্লির অধিনায়কত্বের ভার সামলেছেন ঋষভ পান্ত। তবে তিনি ফিরলে আবারো কি অধিনায়কত্ব করবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির ওপর ছেড়ে দিয়েছেন আইয়ার। তার একমাত্র লক্ষ্য দিল্লিকে ট্রফি জেতানো।

আইয়ার বলেন, 'অধিনায়কত্ব নিয়ে আমি কিছুই জানি না। এটা পুরপুরি ফ্র্যাঞ্চাইজির হাতে। দল এখন পর্যন্ত ভালোই করেছেন এবং আমরা টেবিলের শীর্ষে রয়েছি। আর এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আমার একমাত্র লক্ষ্য আইপিএল ট্রফি উচিয়ে ধরা যা দিল্লি কখনোই করতে পারেনি।'