জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ

বল এখন তামিমের কোর্টে

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:20 সোমবার, 05 জুলাই, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

হাঁটুর চোট বেশ ভালোই ভোগাচ্ছে তামিম ইকবালকে। খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ। শঙ্কা ছিল জিম্বাবুয়ে সফর নিয়েও। সেখানে পৌঁছে একমাত্র টেস্টের আগে শঙ্কাটা আরও গাঢ় হচ্ছে।

আপাতত ৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টটি খেলার সিদ্ধান্ত পুরোপুরি এই সিনিয়র ক্রিকেটারের ওপর। ম্যাচের আগের দিন ফিটনেস পরীক্ষা দেবেন তিনি। সেটার ওপরেও নির্ভর করবে ওয়ানডে দলপতির সাদা পোশাকে মাঠে নামার বিষয়টি।

জিম্বাবুয়ে পৌঁছে অনুশীলনে ভালো বোধ করননি তামিম। দুইদিনের প্রস্তুতি ম্যাচেও শুরুতে নাম ছিল না, শেষদিকে কেবল ঘন্টাখানেক ব্যাটিং করেছেন। ৭.১ ওভারে টাইগারদের সংগ্রহ যখন ২২, তামিম তখন করেছেন ১৮। হাঁকিয়েছেন ৪টি বাউন্ডারি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে তামিমের খেলার বিষয়ে বলেন, 'আসলে পুরো সিদ্ধান্তটাই এখন তামিমের ওপর। ম্যাচের আগের দিন ওর একটা ফিটনেস টেস্ট আছে।'

'সেটার ওপর নির্ভর করবে সব। ও যদি ভালো অনুভব করে তাহলে খেলবে নাহলে খেলবে না। আপাতত আমরা ফিটনেস টেস্টের দিকেই তাকিয়ে আছি,' আরও যোগ করেন বিসিবির এই চিকিৎসক। 

দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালোভাবেই ঝালাই করে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবার অপেক্ষা একমাত্র টেস্ট শুরুর। যা হবে ৭-১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে। এরপর দুই দল খেলবে ৩টি করে ওয়ানডে এবং ৩টি করে টি-টোয়েন্টি।