ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

ক্ষমা চাইলেন কার্তিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:55 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ধারাভাষ্যে নারী বিদ্বেষী মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন দীনেশ কার্তিক। এই ঘটনায় তিনি ক্ষমা চেয়েছেন।

ইংল্যান্ড-শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও এদিন ধারাভাষ্যে ছিলেন কার্তিক। এদিন মাইক হাতে নিয়েই তিনি দর্শকদের উদ্দেশে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেছেন, 'গত ম্যাচে যা ঘটেছে তাঁর জন্য ভীষণভাবে দুঃখিত। যা অর্থ বের করা হচ্ছে, সেরকমটা মোটেও অভিপ্রায় ছিল না। একদম ভুল হয়ে গিয়েছে। এর জন্য সকলের কাছে দুঃখিত। অবশ্যই এরকম বলা উচিত হয়নি আমার। এরকম মন্তব্যের জন্য স্ত্রী এবং মায়ের কাছেও বকা খেয়েছি। এরকম ঘটনা আর ঘটবে না।'

ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্য দিতে গিয়েছিলেন। এরপর স্কাই স্পোর্টসের হয়ে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজেও ধারাভাষ্যকার হিসেবে ছিলেন তিনি।

সেই সিরিজেই বেফাঁস মন্তব্য করে বসেন কার্তিক। মূলত কার্তিক ব্যাটসম্যানদের মানসিকতা নিয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, কীভাবে ব্যাটসম্যানরা নিজের ব্যাট নিয়ে অসন্তুষ্ট হলেও অন্য ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে সন্তোষ প্রকাশ করে।

সে সময় তিনি বলেন, 'ব্যাট হল প্রতিবেশীর স্ত্রীর মত। যেটা সবসময়েই ভাল লাগে। অধিকাংশ ব্যাটসম্যান নিজের ব্যাটের বদলে অন্যের ব্যাট নেয়।' তাঁর এমন মন্তব্যের পরই সমালোচনায় মুখোড় হয় ক্রিকেট দুনিয়া।