দেশের ক্রিকেট

হাথুরুসিংহের ছাঁচেই থেমেছে রবিউলের ক্যারিয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:21 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ। কিন্তু টেস্ট সিরিজের স্কোয়াডে নেই জিম্বাবুয়েতে বাংলাদেশের সবথেকে সফল বোলার রবিউল ইসলাম। অথচ টেস্ট ক্রিকেটে তার আবির্ভাব দেশের ক্রিকেটে যখন একজন পেসারের হাহাকার।

রবিউল সেই হতাশা মিটিয়েছিলেন। এক টানা অনেকগুলো ওভার বল করার সামর্থ্য ছিল তার। এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০১৩ সালে ১১০ ওভার বল করে ১৫ উইকেট শিকার করেছিলেন। যা বাংলাদেশের পেসারদের মধ্যে সবথেকে বেশি ওভার বল এবং বেশি উইকেট শিকারের রেকর্ড।

অথচ সেই রবিউলই ২০১৪ সাল থেকে জাতীয় দলের বাইরে। যার টেস্ট ক্রিকেটে এত সাফল্য সেই তিনিই কেন বাংলাদেশের টেস্ট দলে নেই? উত্তর হিসেবে রবিউল জানিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথা।

তখনকার কোচ শেন জার্গেনসনের প্রিয় ছাত্র রবিউল, ২০১৩ সালে জিম্বাবুয়েতে স্বপ্নের সিরিজ কাটানোর পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন উইকেট শূন্য। ২০১৪ সালে এপ্রিলে জার্গেনসন চাকরি ছাড়ার পর রবিউলের ক্যারিয়ারেও নেমে আসে নিকষ কালো আধার।

যে আধার এতটাই কালো যে রবিউলের আর জাতীয় দলে ফেরা হয়নি। এক হাথুরুসিংহের চাওয়া না চাওয়ার হিসেবে মাঝপথেই থেমে গেছে রবিউলের ক্যারিয়ার। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে একটি সাক্ষাতকার দিয়েছেন রবিউল।

সেখানেই জানালেন, 'নির্বাচকরা আমাকে বলেছিলেন যে সবেমাত্র প্রধান কোচ হিসাবে আগত হাথুরুসিংহে আমাকে দলে চাননা। তারা বলেছিলেন যে আমাকে দেশের এক নম্বর ফাস্ট বোলার হিসাবে বিবেচনা করে তাই টেস্ট সিরিজে আমার ভাল করার চেষ্টা করা উচিত।'

রবিউলের বোলিং গতি টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ নয়, মূলত এমন অভিযোগ তুলেই রবিউলকে দল থেকে বাদ দিয়েছিলে হাথুরুসিংহে। সাহস করে পাল্টা প্রশ্নও ছুঁড়ে দিয়েছিলেন প্রধান কোচকে। কিন্তু সেই প্রশ্নের কোন উত্তর মেলেনি, উল্টো হয়েছেন দল থেকে উপক্ষিত।

এ প্রসঙ্গে রবিউল বলেন, 'আমি ওয়েস্ট ইন্ডিজে একটি টেস্ট খেলেছি। দেশে ফিরে আসার সময় হিথ্রো বিমানবন্দরে আমাদের ট্রানজিট চলাকালীন হাথুরুসিংহে আমাকে বলেছিলেন যে আমার বোলিংয়ের গতি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আদর্শ নয়।'

তিনি আরো বলেন, 'আমি তাকে জিজ্ঞাসা করতে সাহস করেছিলাম যে কোনটি ভালো? কোনো বোলার যদি ১৪০ কিলোমিটার গতিতে বল করছে কিন্তু কোন সুইং করছে না, নাকি ১৩৩-১৩৫ কিলোমিটার গতিতে বল করছে এবং সুইং করে ব্যাটসম্যানদের বিপাকে ফেলছে? তিনি কোন উত্তর দিতে পারেননি।'