আইপিএল আইপিএল

আইপিএলে ৯০ ম্যাচ, বাড়ছে রিটেনশন সংখ্যাও!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:05 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

করোনাভাইরাসের থাবায় মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। তবে ভেন্যু বদলে সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বরের মাঝামাঝি টুর্নামেন্টটি আবারও আয়োজন করতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক আইপিএলই যেখানে শেষ হয়নি সেখানে ইতোমধ্যে ২০২২ আইপিএল নিয়ে পরিকল্পনাও সাজিয়ে ফেলেছে বিসিসিআই।

গেল সব আসরের তুলনায় আগামী মৌসুমের আইপিএল সাজবে একটু ভিন্ন সাজে। ৮ দলের পরিবর্তে অংশ নেবে ১০ দল। বাড়ছে ভেন্যুর সংখ্যাও। সেই সঙ্গে টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা গিয়ে দাঁড়াবে ৯০ এ। এমনকি বাড়ছে নিলামে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিদের অর্থের পরিমাণও। 

২০২২ আইপিএলের পাশাপাশি ২০২৩ আইপিএল মাঠে গড়ানোর একটি খসরা সূচি তৈরি করেছে বিসিসিআই। সবঠিক থাকলে সে বছরের মার্চে গড়াবে আইপিএল। এমনকি প্রতি বছরই ফ্র্যাঞ্চাইজিরা নিলামে যে অর্থ খরচ করে তাও বছর বছর বাড়তে থাকবে।

২০২৪ আইপিএলে গিয়ে যা দাঁড়াবে ১০০ কোটিতে। নিলামে অন্তুত ৭৫ শতাংশ অর্থ খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ভারতের টাইমস অফ ইন্ডিয়া থেকে এসব তথ্য মিলেছে। প্রতিবেদনটি আরও বলছে ২০২২ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে জানুয়ারির মাঝামাঝি সময়ে।

ফ্র্যঞ্চাইজির সংখ্যা বাড়ছে বলে ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি কোম্পানি। নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানার জন্য আগস্টের মাঝামাঝি টেন্ডার কিনতে পারবে আগ্রহী প্রতিষ্ঠানগুলো।

এরপর অক্টোবরের দিকে অনুষ্ঠিত হবে এর নিলাম। আগ্রহী প্রতিষ্ঠানগুলো হল কলকাতার সঞ্জিব গোয়েঙ্কা গ্রুপ, আহমেদাবাদের আদানি গ্রুপ, হায়দরাবাদের অওরবিন্দ ফার্মা এবং গুজরাতের টোরেন্ট গ্রুপ অফ অপারেটর্স।

ক্রিকেটারদের ধরে রাখার বিষয়ে প্রতিবেদনটি জানিয়েছে, এখন থেকে ৩জনের পরিবর্তে ৪জন ক্রিকেটারকে রেখে দিতে (রিটেইন করতে) পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যে ৩জন ভারতীয় এবং একজন বিদেশি অথবা দুজন করে ভারতীয় অথবা দুজন করে বিদেশী ক্রিকেটার থাকতে হবে।

আইপিএলের প্রথম তিন আসর অনুষ্ঠিত হয়েছিল ৮ দল নিয়ে। কিন্তু ২০১১ সালের আসরে সবচেয়ে বেশি ১০ দল নিয়ে হয়েছিল এ মেগা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। পরের দুই বছর অংশ নিয়েছিল ৯টি দল। এরপর থেকে ৮ দল নিয়েই হয়ে আসছে আইপিএলের খেলা। এবার আবারও ১০ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল।