ক্রিকেট অস্ট্রেলিয়া

কোয়ারেন্টাইন জটিলতা মোকাবেলা করতে প্রস্তুত স্টার্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:25 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ২৮ নভেম্বর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। যেটাকে বলা হচ্ছে ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতির সবথেকে বড় মঞ্চ। কেননা এর আগে টেস্ট খেলার সুযোগ পাবেন না অজি ক্রিকেটাররা। আফগানদের বিপক্ষে টেস্ট খেলতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই তাদের ধরতে হবে দেশের বিমান।

সমস্যা বেঁধে যাবে কোয়ারেন্টাইন বিধিনিষেধ নিয়ে। দেশটির সরকারের কড়া নিয়ম বিদেশ ভ্রমণ করে আসলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। যদি অস্ট্রেলিয়া কিংবা আফগানিস্তান যে কোন এক দল আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে তাহলে কোয়ারেন্টাইন পালন করতে তারা সময় পাবে ১৩ দিন।

ক্রিকেট অস্ট্রেলিয়া দেশটির সরকারের সঙ্গে কোয়ারেন্টাইন নীতিমালা নিয়ে সমাঝোতা করতে পারলে হয়ত বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটাররা আশ্যেজের আগে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। তবে তার আগেই অজি পেসার মিচেল স্টার্ক জানিয়ে রাখলেন এই কোয়ারেন্টাইন জটিলতা মোকাবেলা করতে প্রস্তুত তিনি।

স্টার্ক বলেন, 'এটি অত্যন্ত জটিল একটি বিষয়। আমি নিশ্চিত ক্রিকেট অস্ট্রেলিয়া এটি নিয়ে চিন্তাভাবনা করছে এবং পরিকল্পনা করছে। এই মুহুর্তে বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হয়। তারপর আবার দুই সপ্তাহের কোয়ারেন্টাইনেও থাকতে হবে। আমাদের এই সফর সম্পূর্ণ করতে অনেকগুলো যদি কিন্তু রয়েছে।'

তিনি আরো বলেন, 'আপনি গত গ্রীষ্মের দিকে যদি ফিরে তাকান এবং আমরা নিষেধাজ্ঞা স্বত্ত্বেও সিডনিতে খেলেছিলাম। ব্রিসবেন তখন পুরো কোয়ারেন্টাইনের অধীনে ছিল। সুতরাং সেখানে আমরা এই পরিস্থিতিতেও অস্ট্রেলিয়ায় বিভিন্ন খেলা আয়োজন করার ক্ষেত্রে পূর্বে আমাদের সবরকম অভিজ্ঞতাই রয়েছে।'

বরাবরই টেস্ট ক্রিকেটকেই প্রাধান্য দিয়ে থাকেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। যেহেতু এটা বিশ্বকাপের মতো আসর সেক্ষেত্রে এই টুর্নামেন্টকে উপেক্ষা করাটা স্টার্কের পক্সে কটিন হবে। তাছাড়া তার মতো পেসারকে বেশ প্রয়োজন অস্ট্রেলিয়ারও। তাই তিনি জানালেন, সুযোগ হলে দুটিতেই খেলতে চান।

এ প্রসঙ্গে স্টার্ক বলেন, 'এই বিবেচনায় আমি মনে করি না যে কোয়ারান্টাইন পরিস্থিতিতে ক্রিকেট খেলতে কোনও ধরণের বাধার সৃষ্টি করছে। এটি কেবল সরকার এবং ক্রিকেটকে একসাথে কাজ করার সুযোগ তৈরি করে দেয়। কোয়ারেন্টাইনে ক্রিকেট ম্যাচ আয়োজন করা সেটারই সূক্ষ বিবরণ মাত্র।'

তিনি যোগ করে বলেন, 'তবে তিন ফরম্যাটেই খেলা ক্রিকেটারদের ক্ষেত্রে সকলেই যতটা সম্ভব ক্রিকেট খেলতে চায়। টেস্ট ক্রিকেট অবশ্যই আমাদের অনেকের পছন্দের তালিকায় শীর্ষস্থানে থাকবে, অবশ্যই তা আমার ক্ষেত্রেও। যেহেতু এটা বিশ্বকাপ সেক্ষেত্রে এটাকে উপেক্ষা করা কিংবা যে কোন একটা বেছে নেয়া বেশ কঠিন হবে।'