ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

বৃষ্টি মান বাচালো শ্রীলঙ্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:52 সোমবার, 05 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে খুব বাজেভাবে পরাজিত হয় শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচেও ছিল হারের চোখ রাঙানি। কিন্তু বৃষ্টি এসে যেন মান রক্ষা করলো সফরকারীদের। বিস্ট্রলে আগে ব্যাট করে শ্রীলঙ্কা অলআউট ১৬৬ রানেই।

বৃষ্টির বাঁধায় আর ব্যাট করতেই নামতে পারলো না ইংল্যান্ড। ম্যাচের ফলাফল পরিত্যাক্ত। তাতেই অবশ্য ২-০তে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। হতাশার সফরে শ্রীলঙ্কার প্রাপ্তি এই ম্যাচ থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্ট।

ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে বোলিংয়ে নামে ইংল্যান্ড। উইকেট সহায়ক না হলেও ইংলিশ পেসাররা বাউন্স আর সিভ মুভমেন্ট আদায় করে নেন ঠিকই। কারান ভাইরা আক্রমণে আসার আগে নতুন বলে ক্রিস ওকস ও ডেভিড উইলি এলোমেলো করে দেন লঙ্কান টপ অর্ডার।

লঙ্কানদের ব্যর্থতার মিছিল শুরু হয় অধিনায়ক কুসল পেরেরাকে দিয়ে। বাজে ফুটওয়ার্কে ওকসকে স্ল্যাশ করতে গিয়ে তিনি বল টেনে আনেন স্টাম্পে। বাঁহাতি পেসার ডেভিড উইলি নিজের টানা দুই ওভারে ফেরান আভিশকা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কাকে।

এরপর কাজে বাকি সময়টা টম কারানের। লঙ্কান মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারদের ভোগাতে থাকেন তিনি শর্ট বল, স্লোয়ার আর সিম মুভমেন্টের মিশ্রণে। ব্যর্থতার অধ্যায় পেরিয়ে এই ম্যাচে তার শিকার ৩৫ রানে চার উইকেট।

দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস ওকসও ফর্ম অব্যাহত রাখেন। ১০ ওভারে তিন মেডেনসহ তার উইকেট দুটি। ধনাঞ্জয়া ডি সিলভা ৪ রানেই বিদায় নেন ওকসের শর্ট বলেই। লঙ্কানদের কোনো জুটি ছুঁতে পারেনি ৩০ রানও। সাতে নামা দাসুন শানাকার সৌজন্যে তারা পার হতে পারে দেড়শ রান।

তাকেও থমকে যেতে হয় সঙ্গীর অভাবে। দুটি করে চার ও ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার ইনিংস শেষ হবার সঙ্গে সঙ্গেই নামে বৃষ্টি। ১৬৭ রানের লক্ষ্যে আর ব্যাট করা হয়নি ইংল্যান্ডের। সিরিজ জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের আর লঙ্কানদের স্বান্তনা ৫ পয়েন্ট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

শ্রীলঙ্কা: ১৬৬/১০ (৪১.১ ওভার) (ওশাদা ১৮, শানাকা ৪৮*, হাসারাঙ্গা ২০, চামিরা ১৬; ওকস ২/২৮, টম কারান ৪/৩৫, উইলি ২/৩৬)

ফল: ম্যাচ পরিত্যক্ত।