বিশ্বকাপ

বিশ্বকাপে কোহলির ওপেনিংয়ের সুযোগ দেখছেন দাসগুপ্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:21 রবিবার, 04 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত। আগামী ১৭ অক্টোবর আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে সীমিত ওভারের এই বিশ্বকাপ। আসন্ন এই বিশ্ব আসরে বিরাট কোহলির ভারতের হয়ে ইনিংস শুরুর সুযোগ দেখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দ্বীপ দাসগুপ্ত।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিং করেছিলেন কোহলি। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিতই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ইনিংস শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোহলিকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।

যদিও এর পুরোটাই নির্ভর করছে ভারতের আরেক ওপেনার লোকেশ রাহুলের ফর্মের ওপর। দাসগুপ্ত বলেন, 'এটা সম্ভব এবং কোহলি সর্বশেষ সিরিজের আগে এ ব্যাপারে কথাও বলেছে। সে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে এটাই বলেছি। কিন্তু আমি জানি না এটা ঠিক হবে কিনা। এটা নির্ভর করবে রাহুলের ফর্মের ওপর।'

আইপিএলের মাঝ পথেই অ্যাপেন্ডিক্সের জন্য ছুঁড়ি কাঁচির নিচে যেতে হয়েছিল রাহুলকে। এরপর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন ভারতীয় এই ওপেনার। যদিও ভারতীয় দলের সঙ্গে তিনি এখন ইংল্যান্ড সফরে। যদিও টেস্ট সিরিজে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। মাঠে ফেরার পর রাহুলের ফর্মই বলে দেবে বিশ্বকাপে রোহিতের সঙ্গী কে হচ্ছেন।

দাসগুপ্ত বলেছেন, 'যদি রাহুল এক বছর আগের মতো ব্যাটিং করে কোহলির ওপেনিং করার কোনো কারণ নেই। তাহলে রোহিত ও রাহুলই বিশ্বকাপে ওপেনিং করবে। কোহলি ব্যাট করবে তিন নম্বরে। আমি এখনই বলছি না কোহলি আর রোহিত ওপেনিং করবে। আমি বলছি এটার সুযোগ রয়েছে।'