টি-টেন

টি-টেনের এবারের আসর শুরু ১৯ নভেম্বর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:48 রবিবার, 04 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টেন লিগের এবারের আসর শুরু হচ্ছে আগামী ১৯ নভেম্বর। নতুন মৌসুমেও বিশ্বের নামীদামী সব তারকা ক্রিকেটারদের খেলার কথা রয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে।

সবকিছু ঠিক থাকলে এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। গত আসরের ফাইনালে দিল্লি বুলসকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নর্দান ওয়ারিয়র্স।

তারাই একমাত্র দল হিসেবে দুইবার টি-টেনের শিরোপা জিতেছে। এর আগে ২০১৮ সালের আসরের শিরোপাও ঘরে তুলেছিল নর্দান ওয়ারিয়র্স।

টি-টেনের সর্বশেষ আসরে অংশ নিয়েছে আটটি দল। দলগুলো হলো বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, পুনে ডেভিলস, মারাঠা অ্যারাবিয়ান্স, কালান্দার্স, নর্দান ওয়ারিয়র্ক ও টিম আবুধাবি।

টুর্নামেন্টের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এরপর এলিমিনেটর, কোয়ালিফায়ারের পর অনুষ্ঠিত হয় ফাইনাল। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

ফাইনালসহ মোট ২৯টি ম্যাচ হবে এই টুর্নামেন্টের। এমনটাই জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। যদিও এই আসর শুরুর আগে কবে অনুষ্ঠিত হবে নিলাম তা এখনও নিশ্চিত হয়নি।