পিএসএল

বেঙ্গালুরু-পাঞ্জাবও শিরোপা জেতেনি, শোয়েবকে আকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:29 রবিবার, 04 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম চার আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল লাহোর কালান্দার্স। পঞ্চম মৌসুমে ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তাঁদের। পিএসএলের সদ্য সমাপ্ত আসরেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে লাহোর। এমন অবস্থায় দলটির মালিকানা কিনে নেয়ার পাশাপাশি কোচিং প্যানেলে পরিবর্তন আনার কথা জানিয়েছিলেন শোয়েব আখতার।

পিএসএল শেষ হওয়ার পর সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর এমন অভিযোগের জবাব দিয়েছেন আকিভ জাভেদ। শোয়েবের কথার জবাব দিতে গিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদাহরণ টেনেছেন লাহোরের এই প্রধান কোচ। যেখানে তিনি জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসও তো ভালো দল করে শিরোপা জিততে পারেনি।

পিএসএলে লাহোরের যেমন শিরোপা জেতা হয়নি তেমনি তারকা নির্ভর দল সাজিয়েও আইপিএলে এখন পর্যন্ত ট্রফি জিততে পারেনি বেঙ্গালুরু, পাঞ্জাব ও দিল্লির মতো দল। তিনটি দলই একবার করে ফাইনাল খেললেও স্বপ্নের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। 

বড় দলগুলো কেন শিরোপা জিততে পারছে না সেটার উত্তর অবশ্য জানা নেই আকিবের।  শিরোপা জিততে দলের মালিকরা প্রচুর বিনিয়োগ করছে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আকিবের দাবি, দলের মালিকানা হস্তান্তর করার জন্য কোন মালিক এত টাকা বিনিয়োগ করে না। 

এ প্রসঙ্গে আকিব বলেন, ‘এটা ভক্তদের জন্য পুরোপুরি দুঃখজনক। মাঝে মাঝে দল আটকে যায়। আপনি যদি সারা বিশ্ব জুড়ে দেখেন তাহলে দেখবেন অনেক বড় দল নিজ নিজ লিগে শিরোপা জিততে পারেনি। আমি জানি না এর কারণ কী এবং কেন মাঝে মাঝে জিনিসগুলো ক্লিক করে না। কিন্তু মালিকরা কয়েক মিলিয়ন বিনিয়োগ করছে এবং এটা অন্য কারও কাছে তারা হস্তান্তর করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘উদাহরণ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব (নতুন নাম পাঞ্জাব কিংস) এবং দিল্লিকে দেখুন। এমনকি দিল্লি নিজেদের নামও পরিবর্তন করেছে কিন্তু এটা কাজ করেনি। এই দলগুলো বড় ফ্র্যাঞ্চাইজি হওয়ার পরও গত ১২ বছরে জিততে (শিরোপা) পারেনি।’