জিম্বাবুয়ে - বাংলাদেশ সিরিজ

চার সিনিয়র থাকায় অনুপ্রেরণা পাবেন সাইফরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:37 শনিবার, 03 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত ফরম্যাটে নিয়মিতই একসঙ্গে খেলতে দেখা যায় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে দীর্ঘদিন ধরেই তাঁদের চারজনকে টেস্ট একসঙ্গে দেখা যায় না। নিষেধাজ্ঞার কারণে সাকিব না থাকায় টেস্ট নিয়মিত খেলেছেন বাকি তিন সিনিয়র ক্রিকেটার। চলতি বছরের শুরুতে সাকিব টেস্ট দলে ফিরলে ততদিন স্কোয়াড থেকে জায়গা হারান মাহমুদউল্লাহ।

যে কারণে তাঁদের চারজনকে একসঙ্গে টেস্ট দলে পাওয়া খানিকটা কঠিন হয়ে পড়েছে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন সাকিব ও মাহমুদউল্লাহ। ইনজুরি বাঁধা হয়ে না দাঁড়ালে তাঁদের চারজনকেই দেখা যেতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে। যা তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে বলে মনে করেন সাইফ হাসান।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে এক ভিডিও বার্তায় সাইফ বলেন, ‘জাতীয় দলে যোগ দেয়ার পর সিনিয়র খেলোয়াড় সবাইকে পাইনি। এবার প্রথম সবাইকে পাচ্ছি। রিয়াদ ভাই, সাকিব ভাই, মুশি ভাই, তামিম ভাই সবাই আছে। তো এটা আমাদের জন্য খুব সহায়ক হবে। আমরা তরুণ যারা আছি তাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আশা করি এ জিনিসটা আরও ভাল যাবে আমাদের জন্য।’

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামার আগে ব্যাটিং প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে খেলতে নেমে প্রথমদিন মাত্র ২ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ। 

এদিন বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব আল হাসান, সাইফ ও নাজমুল হোসেন শান্ত। যেখানে ৫৬ বলে সাকিব ৭৪, সাইফ ৬৫ ও ৫২ রান করেছেন শান্ত। তাঁরা তিনজনই সতীর্থদের ব্যাট করার সুযোগ দিতে স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি নিয়ে খুশি সাইফ। তিনি মনে করেন, এটি মূল ম্যাচে কাজে দেবে।

সাইফ বলেন, ‘প্রস্তুতি ম্যাচ সবসময়ই আমরা আমাদের আত্মবিশ্বাসের জন্য খেলি। উইকেট প্রথম ৮-১০ ওভারে পেসারদের জন্য কিছুটা সহায়ক ছিল। এরপর মোটামুটি ভালো ফ্ল্যাট হয়ে গিয়েছিল। সবমিলিয়ে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আশা করি মূল ম্যাচে এটা আমাদে কাজে আসবে।’