ভারতীয় ক্রিকেট

এক মৌসুমে ভারত আয়োজন করবে ২ হাজার ম্যাচ!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:24 শনিবার, 03 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ব্যস্ত মৌসুম কাটান ভারতের ক্রিকেটাররা। যদিও করোনা ভাইরাসের তান্ডবের কারণে গত মৌসুমের সূচি বাধাগ্রস্থ হয়েছে। সেই ধাক্কা সামনে সফলভাবে আগামী মৌসুম আয়োজনের পরিকল্পনা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আসন্ন এই মৌসুমে ২ হাজার ১২৭টি ম্যাচের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যে রয়েছে ছেলে ও মেয়েদের লঙ্গার ভার্সন ও সীমিত ওভারের টুর্নামেন্ট। সবগুলো টুর্নামেন্টই আয়োজন করা হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে।

শনিবার বিসিসিআই ২০২১-২২ ঘরোয়া মৌসুমের সূচি প্রকাশ করেছে। আগামী ২১ সেপ্টেম্বর সিনিয়র পর্যায়ের নারী ওয়ানডে লিগ দিয়ে শুরু হবে ভারতের ঘরোয়া মৌসুম। এরপর ২৭ অক্টোবর শুরু হবে নারীদের ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি।

এদিনই শুরু হবে ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর সৈয়দ মুশতাক আলি ট্রফি। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। এরপর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মেগা অকশন।

এদিকে করোনা পরিস্থিতির কারণে গত মৌসুমের রঞ্জি ট্রফি বাতিল করা হয়েছি। ১৯৩৪-৩৫ মৌসুমের পর এবারই প্রথম রঞ্জির আসর বাতিল হয়েছে। এই মৌসুমে আবারও মাঠে গড়াচ্ছে প্রথম শ্রেনির মর্যাদার এই টুর্নামেন্ট।

আগামী ১৬ নভেম্বর শুরু হয়ে এই ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি পর্দা নামবে এই টুর্নামেন্টের।  এরপর শুরু হবে ওয়ানডে আসর বিজয় হাজারে ট্রফি। ২০২২ সালের ২৩ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ২৬ মার্চ পর্যন্ত।