পাকিস্তান ক্রিকেট

হারানোর কিছু নেই মাকসুদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:04 শনিবার, 03 জুলাই, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ ওয়ানডে এবং সমান সংখ্যা ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য প্রায় পাঁচ বছর পর পাকিস্তান দলে ফিরেছেন শোয়েব মাকসুদ। পাকিস্তনের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার মতে এই সুযোগ তার নিজের মতো করে উপভোগ করা উচিত।

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগটা (পিএসএল) স্বপ্নের মতো কেটেছে মাকসুদের। ডানহাতি এই ব্যাটসম্যান ছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহম। তার এমন কার্যকরী ব্যাটিংয়ের ফলে তিনি পিএসএলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। তার দল মুলতান সুলতান হয়েছে চ্যাম্পিয়ন।

পুরো পিএসএল জুড়েই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। রমিজ মনে করছেন জাতীয় দলেও মাকসুদের এই আক্রমাণাত্মক মেজাজ ধরে রেখে নিজের মত ব্যাটিং উপভোগ করা উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন কোনো খেলোয়াড় প্রত্যাবর্তন করে, তখন নিজেকে নতুন করে প্রমাণ করতে হয় এবং তারা কখনও কখনও এতে হারিয়ে যায়। তার নিজের জীবনের নতুন সুযোগ উপভোগ করা দরকার এবং চার-ছক্কা চালিয়ে যাবেন।’

অবশ্য তিনি দলে ফিরেছেন আরেক আক্রমণাত্মক ব্যাটসম্যান হায়দার আলির জায়গায়। তাই তার কাজটা থাকবে দ্রুত রান তোলা। সদ্য সমাপ্ত পিএসএলে জৈব সুরক্ষা বল্য ভঙ্গ করার দায়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়নি ইনফর্ম হায়দারের। তাই আসন্ন সিরিজে পারফর্ম করতে পারলে আবারও দলে নিয়মিত হতে পারেন মাকসুদ।

সুযোগ কাজে লাগাতে নির্ভিক ক্রিকেটই খেলবেন মাকসুদ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার ওপর কোন চাপ নেই। আমি জানি আমি যদি এখান থেকে হারিয়ে যাই তবে পৃথিবীর কোনকিছুই আমার জন্য থেমে থাকবে না। সুতরাং আমি একটি নির্ভীক ক্রিকেট খেলব। আমি মনে মনে পরিষ্কার। আমার হারানোর মতো কিছুই নেই।'

তিনি সর্বশেষ পিএসএলে খেলেছেন ১২ ম্যাচ। যেখানে ৪৭.৫৬ গড়ে করেছেন ৪২৮ রান। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে ২৬ ম্যাচ খেলে ৩১.৯৬ গড়ে করেছেন ৭৩৫ রান। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০ ম্যাচ খেলে করেছেন ২২১ রান। যেখানে তার গড় ১৩.৮১ আর ব্যাটিং করেছেন ১০৯.৯৫ স্ট্রাইকরেটে।